গৌতম ব্রহ্ম: এবার সরকারি হাসপাতালেই মিলবে পীতজ্বরের টিকা৷ এখন কেন্দ্রের অধীনস্থ ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন’ এই টিকা দিয়ে থাকে৷ বাইরে থেকে আসা পর্যটকদের টিকাকরণের জন্য আরও দু’টি সংস্থা রয়েছে৷ ‘পোর্ট হেলথ অর্গানাইজেশন’ ও ‘এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন’৷ কিন্তু, রাজ্যের অধীনে থাকা কোনও সরকারি হাসপাতাল এই টিকা দিত না৷
এবার আর জি করে খুলছে ‘ইয়েলো ফিভার’ বা পীতজ্বরের টিকাকরণ কেন্দ্র৷ ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ বা হু-এর নির্দেশিকা মেনে অ্যাকাডেমি বিল্ডিংয়ের নিচতলায় একটি শীতাতপনিয়ন্ত্রিত ঘরে ‘ভ্যাকসিনেশন সেণ্টার’ খোলা হয়েছে৷ আরজি করের অধ্যক্ষ ডা. শুদ্ধোদন বটব্যাল জানান পুজোর পরই কেন্দ্রটি চালু হয়ে যাবে৷
হু-এর ঘোষণা অনুযায়ী ক্যামেরুন, কঙ্গো, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, সুদান, উগান্ডা, আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, পেরু, ভেনেজুয়েলা-সহ ৪৩টি দেশ পীতজ্বর অধ্যুষিত৷ এই দেশগুলি থেকে আসা পর্যটকদের বিমানবন্দরে পীতজ্বরের সার্টিফিকেট দেখাতে হয়৷ না থাকলে বিমানবন্দরেই ইঞ্জেকশন দেয় ‘এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন’৷ কখনও আবার ছ’দিনের জন্য ‘কোয়ারেনটাইন’ বা আলাদা করে রাখা হয় পর্যটকদের৷
বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ভারতীয়দের এই টিকা নেওয়া বাধ্যতামূলক৷ টিকা নেওয়ার দশ দিন পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়৷ তাই বিদেশ যাত্রার অন্তত দশ দিন আগে এই টিকা দেওয়া বাধ্যমূলক৷ তবে একবার দিয়ে নিলে দশ বছর পর্যন্ত নিশ্চিন্ত৷ তবে শুধু টিকা দিলেই হল না৷ ঠিকভাবে ফর্ম ফিলাপ না হলেও বিপদ৷ বিদেশ-বিভুঁইয়ে গিয়ে হেনস্তার মুখে পড়তে হবে৷ তাই বিদেশ-ভ্রমণের ক্ষেত্রে এই টিকার গুরুত্ব অপিরিসীম৷
এতদিন ভরসা ছিল সেণ্ট্রাল অ্যাভিনিউর ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড হাইজিন’৷ এবার তালিকায় ঢুকল আরজি করের নাম৷ জানা গিয়েছে, চাইলে বিদেশিরাও আরজি করে এই টিকা দিয়ে নিতে পারেন৷ খরচ মাত্র ৩০০ টাকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.