তারক চক্রবর্তী, শিলিগুড়ি: সেনাবাহিনীর ট্রাকে কাঠ পাচারের অভিযোগ উঠল নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থানা এলাকায়। বুধবার সন্ধেয় শাল কাঠ ভর্তি একটি ট্রাক আটক করে বনকর্মীরা। গাড়িটি থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, একজনকে আটক করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেনার ট্রাকে কাঠ পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে। এর পিছনে কে বা কারা রয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিন নিউ জলপাইগুড়ি থানার এলাকার ডাকগ্রাম রেঞ্জের বনকর্মীরা কাঠভরতি ট্রাকটি আটক করেন। বৈকুণ্ঠপুর থেকে শাল গাছ এনে নিউ জলপাইগুড়ি এলাকায় চেরাই করা হয়। এদিনও কাঠ চেরাই করার পর পাচারের ছক ছিল। তবে বনকর্মীদের তৎপরতায় পাচারকারীদের সেই ছক ভেস্তে যায়। ভরসন্ধের এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
লক্ষাধিক মূল্যের শাল কাঠ কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। সেনাবাহিনীর ট্রাক কীভাবে পাচারকারীদের কাছে এল, তা নিয়েও ঘনাচ্ছে রহস্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.