দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেন। ভোটের দিন কোনও বুথেই বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। শুক্রবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওই তৃণমূল নেতা বলেন, ভোগালি ২তে দশটা অঞ্চল আছে। এই অঞ্চলে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে লিড দিয়ে জেতাতে হবে। জনসভা থেকে কর্মীদের উদ্দেশে মোদাসের হোসেন বলেন, বিজেপি ও সিপিএমের মতো বিরোধীরা যেন কোনও বুথে ভোটের দিন এজেন্ট দিতে না পারে তা দেখতে হবে। দেওয়াল লেখা বা পোস্টার মারা তো দূরের কথা।
[আরও পড়ুন: ‘জেতার জন্য বাংলাদেশি এনে প্রচার’, ফিরদৌস-নূর প্রসঙ্গে কটাক্ষ মোদির]
তৃণমূল নেতা মোদাসের আরও বলেন, তিনি পঞ্চায়েতে বসে থাকেন। কেউ বলতে পারবে না পঞ্চায়েতে গিয়ে কেউ ফিরে এসেছেন। পঞ্চায়েত থেকে কন্যাশ্রীর মতো সরকারি প্রকল্পে তাঁরা স্বাক্ষর করে দেন। ফলে বহু মানুষ উপকৃত হন। আর সরকারি এই সুযোগ নিয়ে ওই মানুষগুলি যদি লুকিয়ে লুকিয়ে বিজেপিকে ভোট দেন সেটা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানান ওই তৃণমূল নেতা। তাঁর কথায়, যেভাবে কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে সেভাবেই কাজ চালিয়ে যেতে হবে তৃণমূল কর্মীদের। প্রসঙ্গত, আগে চেক বিলি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভাঙড়ের এই তৃণমূল নেতা মোদাসের হোসেন। নিজের দলের নেতার এই মন্তব্য প্রসঙ্গে ভাঙড়ের আর এক তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, দলের অঞ্চল সভাপতির এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। গণতান্ত্রিক দেশে এই ধরনের কথা বলা উচিত নয়। গণতন্ত্রে সকলের অধিকার রয়েছে। আরাবুলের কথায়, বিরোধীদল এগিয়ে এসে তাঁরা তাঁদের কাজ করুক। তৃণমূল তাদের সাহায্য করবে। দলীয়স্তরে তাঁকে এ ধরনের মন্তব্য করতে নিষেধ করা হবে বলে জানান তৃণমূল নেতা আরাবুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.