Advertisement
Advertisement

Breaking News

West Midnapur

গ্রামের মধ্যেই বিক্রি হচ্ছিল চোলাই, একজোট হয়ে অভিযান চালিয়ে নষ্ট করলেন মহিলারাই

দোকানের ভিতরেই চোলাই বিক্রি হত বলে অভিযোগ। ছেলেছোকরারা নেশা করছে বলে অভিযোগ তুলে মহিলারা হামলা চালান।

Women's raid to stop country liquor shop in Chandrakona

গ্রামে বিক্ষোভরত মহিলারা।

Published by: Suhrid Das
  • Posted:December 18, 2024 8:06 pm
  • Updated:December 18, 2024 8:06 pm  

সম্যক খান, মেদিনীপুর: গ্রামের মুদি দোকানের আড়ালেই চলছিল চোলাই পাউচের রমরমা ব্যবসা। গ্রামের লোকজন, কমবয়সী ছেলেরাও ওই দোকানে ভিড় করত। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। সেই অভিযোগ তুলে একজোট হলেন গ্রামের মহিলারা। হামলা চালালেন ওই দোকানে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পশ্চিম  মেদিনীপুরের চন্দ্রকোণার বাচকা গ্রামে।

মহিলাদের অভিযোগ, আগে গ্রামের মধ্যে মদ বিক্রি হত। সেই মদ বিক্রি মহিলারাই বিক্ষোভ দেখিয়ে তুলে দিয়েছিলেন। তারপরে বাড়ির পুরুষদের মধ্যে নেশা করার প্রবণতা কমেছিল। কিন্তু বেশ কিছু দিন ধরে ফের তাঁদের নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছিল। অসিত ভুঁইয়‌্যা নামে এক ব্যক্তির মুদিখানার দোকান আছে। সেই দোকান ঘিরে লোকজনের ভিড়ও হয়। সেখানেই নেশাগ্রস্ত অবস্থায় অনেককে পাওয়া যায়। ওই ব্যক্তিই চোলাই বিক্রি করেন বলে অভিযোগ।

Advertisement

গতকাল সন্ধের পর থেকে লোকজন ওই এলাকায় গিয়ে ভিড় করেছিলেন। তক্কে তক্কে ছিলেন গ্রামের মহিলারাও। তাঁরা ওই দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ওই দোকানের ভিতরেই মহিলারা হানা দেন। ভিতর থেকে চোলাইয়ের প্রচুর পাউচ পাওয়া যায়। সেইসব বার করে নষ্ট করেন মহিলারা। মদ কারবারি ও মদ‌্যপদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামের মহিলারা। যদিও একসময় মহিলাদের সামনে আর জোর খাটাতে পারেননি মদ্যপরা।

গ্রামের বাসিন্দা মৌমিতা দাস, ঝর্ণা ঘোড়ই, অসীমা কোটালের অভিযোগ, বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে। কমবয়সীরাও নেশা করতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই একজোট হয়ে তাঁরা এই কাজ করেছেন। মহিলারা বলেছেন, বিষয়টি গ্রাম কমিটিকেও জানানো হয়েছে। অবিলম্বে গ্রামের মধ‌্যে মদের ব‌্যবসা বন্ধ না হলে দীর্ঘ আন্দোলনে নামবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement