Advertisement
Advertisement

ধর্ষণে বাধা, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে

রাতের লোকাল ট্রেন কি মহিলাদের ক্ষেত্রে এতটাই বিপজ্জনক?

Women thrown from running train for protesting molestation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 3:30 pm
  • Updated:January 24, 2017 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্নের মুখে রাতের লোকাল ট্রেনের নিরাপত্তা৷ এবার চলন্ত ট্রেন থেকে গৃহবধূকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও ভাসলিয়া স্টেশনের মাঝে শেষ ডাউন হাসনাবাদ ট্রেনে৷ ধর্ষণে বাধা দেওয়াতেই গৃহবধূকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে৷

তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি

Advertisement

মঙ্গলবার সকালে এলাকার কুমড়ালি গ্রামের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরাই তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন৷ মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে মহিলার৷ পরে জ্ঞান ফিরলে পুলিশকে তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বাড়ি তাঁর৷ বসিরহাট যাচ্ছিলেন কাজের খোঁজে৷ রাতের ট্রেন ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় তাঁকে৷

পরিবারের সদস্যদের প্রহারেই মৃ্ত্যু যুবকের

মহিলার বিবৃতি অনুযায়ী পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়েও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ কিন্তু এর জেরে ফের সামনে এল রাতের ট্রেনের নিরাপত্তার কঙ্কালসার চেহারা৷ এমনটাই মনে করছেন অনেকে৷

মানুষকে বুথমুখী করে তুলে দেশের সেরা পুরুলিয়ার ‘ভোটেশ্বর’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement