নিজস্ব সংবাদদাতা, কালনা: কথায় বলে মা লক্ষ্মীর ঘট৷ তিন-চার দশক আগেও নানা গৃহস্থ বাড়িতে এমন পোড়ামাটির ঘট দেখা যেত৷ তাতে তিল তিল করে অর্থ সঞ্চয় করতেন বাড়ির মহিলারা৷ এক সময় ভর্তি হয়ে যেত ওই লক্ষ্মীর ঘট৷ অসময়ে ওই ঘট ভাঙা অর্থেই মিটত নানা জরুরি প্রয়োজন৷ নবদ্বীপ ঘেঁষা শ্রীরামপুর রাস উৎসবে সূর্য সংঘের রাস এভাবেই হয়ে আসছে৷ ফরিদপুর কলোনির মহিলারা এই ক্লাবটির পুজো পরিচালনা করেন৷ রাস উৎসবের খরচ জোগাতে লক্ষ্মীর ঘটের প্রবর্তন করেন তাঁরাই৷
কারও কাছ থেকে চাঁদা না নিয়েই হয় পুজো৷ এই শর্তে ১৭ বছর আগে সূর্য সংঘের পুজোর শুরু৷ পাড়ায় পুজো শুরুর আগেই লক্ষ্মীর ঘটের চিন্তা আসে মহিলাদের মাথায়৷ প্রতিদিন লক্ষ্মীর ঘটে টাকা জমাবেন তাঁরা৷ রাসপূর্ণিমার আগে ভাঙা হবে সেই ঘট৷ প্রস্তাবটি লুফে নেন পাড়ার সকলে৷ তার পর থেকে থেমে নেই সূর্য সংঘের রাস৷ এ বছর রাসের বাজেট প্রায় ২ লক্ষ টাকা৷ উৎসব চলবে তিন দিন ধরে৷ পুজোর দিন নতুন কাপড় পরে জলসায় বেরোবেন মহিলা সদস্যরা৷ মন্ত্রী, আমলা থেকে টলিউডে শিল্পীরা যোগ দিতে আসেন৷
পুজো পরিচালন কমিটির মহিলা সম্পাদক ছোট দেবনাথ বলেন, “এ বছর পুজোর বাজেটটা একটু বেশিই করা হয়েছে৷ মণ্ডপের চার দিকে শ্রীকৃষ্ণের অষ্টসখির থিম৷ এছাড়াও থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান৷” কোষাধ্যক্ষ প্রতিমা বিশ্বাস জানান, “পুজো পরিচালনায় আমাদের মহিলা সদস্যার সংখ্যা ১৬৭৷ এ বছর ২০ জন অতিরিক্ত সদস্যা যোগ দেওয়ায় সংখ্যাটা বেড়েছে৷ কিছু পুরুষ সদস্যও আছে, তাদের সংখ্যা ৩৩৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.