সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রাস্তা? নাকি ডোবা? নাকি চাষের জমি? বিজেপির সাংসদ (BJP MP) জ্যোতির্ময় সিং মাহাতোর বুথের গ্রাম পঞ্চায়েত এলাকায় একঝলকে এই চিত্র দেখলে সত্যিই বোঝার উপায় নেই। গত ৮ বছর ধরে বেহাল রাস্তা। প্রায় সর্বক্ষণই জল জমে আছে। সেখানেই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালেন মহিলারা। রবিবার পুরুলিয়ার (Purulia) ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের কুদলংয়ের উপরপাড়ায় এমন অভিনব প্রতিবাদে চাপে পড়ে গিয়েছে বর্তমানে শাসক দল পরিচালিত পুস্তি গ্রাম পঞ্চায়েতও। তবে আগে অবশ্য এই পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। কিন্তু এই ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপির তরজা তুঙ্গে। কেউ কোনও দায় স্বীকার না করে একে অপরকে দোষারোপ করতেই যেন ব্যস্ত। এদিকে গ্রামের মানুষজন বেহাল রাস্তার জন্য দিনের পর দিন দুর্ভোগে ভুগছেন।
কুদলংয়ের এই গ্রামীণ রাস্তা (Road) ভীষণই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই যাওয়া যায় ঝালদার তোরাং বাজার। অথচ এই গুরুত্বপূর্ণ সড়কে শুধু বর্ষা নয়, প্রায় সবসময়ই জল (Water) জমে থাকে। ফলে এই রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স (Ambulance) যায় না। যায় না গ্যাসের গাড়িও। প্রায় ৪ কিমি আগে থেকে গ্যাস সিলিন্ডার বয়ে আনতে হয় গ্রামের বাসিন্দাদেরই। কিন্তু কেন এমন পরিস্থিতি?
তৃণমূল পরিচালিত পুস্তি গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে পঞ্চায়েত সমিতি থেকে ১০০ দিনের কাজের প্রকল্পে এই রাস্তা ঢালাই হয়। কিন্তু রাস্তা ঢালাই হলেও নিকাশির জন্য কোনও ব্যবস্থা না নেওয়ায় জল জমেই থাকে রাস্তার ওপরে। এলাকার মানুষজন বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন। লিখিত অভিযোগ দিয়েছেন। বেহাল রাস্তা মেরামতের জন্য পঞ্চায়েত থেকে ব্লকে ধরনা দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।
ওই এলাকার বাসিন্দা তথা বিজেপির পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা দলের শক্তিকেন্দ্র প্রমুখ তারাপদ মাহাতো বলেন, “আমি যে সময় সমিতির সদস্য ছিলাম সেই সময় রাস্তাটা ঢালাইয়ের কাজ করেছি। নিকাশির জন্য কোনও জায়গা পাওয়া যায়নি তাই এমন অবস্থা।” যেহেতু বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর বুথ এই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে, তাই বিজেপির ওই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যকে প্রশ্ন করা হয়, এই সমস্যার সমাধানে তিনি কি সাংসদের দ্বারস্থ হবেন? তিনি জানান, “অবশ্যই জানাব। আমরা চাই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হোক।” এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ফোন করা হলেও কোন সাড়া মেলেনি। ফলে প্রশ্ন আরও জোরালো হয় সমাধান হবে কবে? সেই উত্তর দিতে পারেন না কেউ।
এই সংসদ এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অতুল মাহাতোর কথায়, “বিজেপি সঠিকভাবে এই রাস্তার কাজ করেনি। যখন এই রাস্তা নির্মাণ হয়েছিল তখন এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। এখানকার সমিতির সদস্য ছিল বিজেপি। তারা এই কাজে বেনিয়ম করেছেন। সেই কারণেই দীর্ঘ ৮ বছর ধরে মানুষের এমন দুর্ভোগ। এই প্রথম তৃণমূল একক ভাবে পুস্তি গ্রাম পঞ্চায়েত দখল করল। এবার আমরা এই সমস্যার সমাধান করবই।”
এদিন ধানের চারা রোপণ করা ওই গ্রামের বাসিন্দা শিবানী কুইরি, আলোমনি কুইরিরা বলেন, “সবাই শুধু আশ্বাস দেন। কিন্তু কেউ কোনো কাজ করেন না। দীর্ঘদিন ধরে এই রাস্তার এমন সমস্যা। রাস্তায় জমে থাকা জল ঘরে পর্যন্ত ঢুকে যায়। ঘরের সদর দরজা নষ্ট করে দেয়। পরিস্থিতি এমন যে রাস্তায় চলাচল করা যায় না। অ্যাম্বুলেন্স ঢোকে না। ঢোকে না গ্যাসের গাড়িও। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনে বারবার জানিয়েও কোনও ফল হয়নি। তাই আমরা বাধ্য হয়েছি এভাবে প্রতিবাদ জানাতে।” এই এলাকায় প্রায় ৫২ টি পরিবারের বাস। ফলে তাদের যাওয়া আসার অন্যতম পথ এই সড়ক। কিন্তু প্রায় সর্বক্ষণ জমে থাকা জলের উপর দিয়েই যাতায়াত করতে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.