Advertisement
Advertisement

Breaking News

মোবাইলে মজে মা, খাবার চাওয়ায় গলা টিপে ছেলেকে খুন

অভিযোগ, ছেলেকে হত্যার পর ফের মোবাইলে কথা বলা শুরু করে দেয় ওই মহিলা৷

Women gagged 3-year-old son to death in West Bengal's Ghatal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 4:15 am
  • Updated:December 16, 2019 6:57 pm  

স্টাফ রিপোর্টার, ঘাটাল: মোবাইলে খোশগল্পে মেতেছিল মা৷ সেই সময় খাবার চেয়ে মাকে বারবার ‘বিরক্ত’ করেছিল তিন বছরের ছোট্ট খোকন৷ শেষমেশ খোকনকে ঘরে নিয়ে গিয়ে গলা টিপে চিরদিনের মতো খাবার চাওয়া বন্ধ করে দিল মা৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার নয় নম্বর ওয়ার্ডের রামগঞ্জ গ্রামে৷ এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে গোটা চন্দ্রকোনা শহরে৷ অভিযোগ পেয়ে ঘাতক মা-কে গ্রেফতার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ৷ অভিযুক্ত মায়ের নাম টুম্পা ঘোষ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[সিরিয়ার বিরুদ্ধে ৫৯টি টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে টুম্পা ঘোষ নামে ওই বছর ৩০-এর মহিলা মোবাইলে জমিয়ে কথা বলছিল৷ ওই সময়ই তার বছর তিনেকের ছেলে খোকন খাবার চেয়েছিল বলে প্রতিবেশীরা জানান৷ খাবার না পেয়ে একসময় কাঁদতে শুরু করে দেয় ছোট্ট খোকন৷ ক্ষুব্ধ বিরক্ত টুম্পা দেবী তাকে মারতে মারতে ঘরের মধ্যে নিয়ে যায়৷ অভিযোগ, তার গলা টিপে চিরদিনের মতো খাবার চাওয়া বন্ধ করে দেয় টুম্পা দেবী৷ প্রতিবেশীরা জানান, কান্না বন্ধ হয়ে যাওয়ার পর ফের মোবাইলে কথা বলা শুরু করে দেয় ওই মহিলা৷ কথা বলা শেষে একসময় ঘরে গিয়ে খোকনকে ডাকতে শুরু করে৷ কিন্তু কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করে দেয়৷ প্রতিবেশীরই শিশুটিকে চন্দ্রকোনা হাসপাতালে গিয়ে যান৷ সেখানে ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷

Advertisement

এই ঘটনা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা৷ প্রতিবেশীরা জানান, প্রায়ই যে কোনও অজুহাতে বাচ্চাদের বেধড়ক মারধর করে ওই মহিলা৷ প্রতিবেশীদের অভিযোগ, বিরক্ত হয়ে গলা টিপে খুনই করা হয়েছে শিশুটিকে৷ মহিলার স্বামী গৌতম ঘোষ দিনমজুর৷ সারাদিন বাইরে কাটান৷ খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন গৌতমবাবু৷ কান্নায় ভেঙে পড়েন তিনি৷ গৌতমবাবুর দুই ছেলে৷ খোকনই ছোট৷ গৌতমবাবুর বাবা শশাঙ্ক ঘোষ নাতিকে খুনের অভিযোগ করেছন চন্দ্রকোনা থানায়৷ পুলিশ অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চায়নি৷ ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ৷

[কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনাছাউনি, এখনও নিখোঁজ ১ জওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement