Advertisement
Advertisement
Gold smuggle

গোপনাঙ্গে লুকিয়ে পাচারের চেষ্টা, বনগাঁয় ৪৭ লক্ষ টাকার সোনা-সহ আটক মহিলা

ধৃত মহিলাকে সোনা-সহ শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Women caught while trying to smuggle Gold in Bongaon | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2023 9:58 pm
  • Updated:September 12, 2023 9:58 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: শরীরের গোপনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের সময় বিএসএফের হাতে ধরা পড়ল এক মহিলা পাচারকারী। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৭৮১.৮৬ গ্রাম। ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা।

Women caught while trying to smuggle Gold in Bongaon

Advertisement

জানা গিয়েছে, ধৃত মহিলা মহারাষ্ট্রের বাসিন্দা৷ দুবাই-কাতারে কাপড়ের ব্যবসা রয়েছে তার৷ বর্তমানে বাংলাদেশেও ব্যবসা চলছে৷ সে কারণেই বাংলাদেশ থেকে ভারতে আসছিল৷ সোনা গলিয়ে পেস্ট আকারে গোপনাঙ্গে ঢুকিয়ে পাচার করার চেষ্টা করছিল সে।

[আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পেরিয়েও অধরা সমাধান, বিমান বিভ্রাটে এখনও দিল্লিতে আটকে কানাডার প্রধানমন্ত্রী]

BSF জানিয়েছে, রাতে আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় ১৪৫ নম্বর ব্যাটালিয়নের মহিলা জওযানরা বাংলাদেশ থেকে আসা সন্দেহভাজন ওই মহিলা যাত্রীকে আটক করে। মহিলা জওয়ানেরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (HHMD) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনটি মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। এরপরে, ওই যাত্রীকে মহিলা তল্লাশি রুমে নিয়ে তল্লাশির সময় তাঁর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের একটি টুকরো পাওয়া যায়।

[আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা মামলায় কেন্দ্রের আরজি খারিজ, শুনানি নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের]

এছাড়াও ওই যাত্রীর ব্যাগে আরও ০২টি ড্রাম আকারের সোনার পেস্ট পাওয়া যায়। মঙ্গলবার ধৃত মহিলাকে সোনা-সহ পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement