Advertisement
Advertisement

পরিত্যক্ত বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার গৃহবধূর পচাগলা দেহ, রায়দিঘিতে চাঞ্চল্য

স্বামীর পরকীয়ার জেরেই খুন বধূ, অভিযোগ পরিবারের।

Woman’s decomposed body found in S24 Parganas
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2018 2:43 pm
  • Updated:May 5, 2018 2:43 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পরিত্যক্ত বাড়ির মেঝে মাটি খুঁড়ে গৃহবধূর পচাগলা মৃতদেহ উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ। শুক্রবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল রায়দিঘির থানা এলাকার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে। মৃতের নাম সোমা সর্দার। প্রায় এগারো মাস নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবারই তাঁর দেহ উদ্ধার হয়। স্বামী গোপাল সরদারের পরকীয়ার জেরেই খুন হতে হয়েছে গৃহবধূকে। এমনটাই অভিযোগ মৃতার পরিবার-পরিজন ও প্রতিবেশীদের।

[তৃণমূল-বিজেপি সেয়ানে সেয়ানে টক্কর, দেওয়াল লিখনে ছড়ার ছড়াছড়ি]

Advertisement

অভিযোগ, স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন কলকাতায় থাকত গোপাল। প্রায় বছর খানেক আগে নারায়ণপুরে এসে ঘর বাঁধে। কিন্তু বেশ কয়েকমাস সংসার করার পর গোপাল দাবি করে সোমা নিখোঁজ হয়ে গিয়েছেন। থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজও শুরু করেন আত্মীয়-পরিজনরা। কিন্তু কোথাও কোনও সন্ধান মেলেনি এতদিন। এরমধ্যেই গোপালের মামার মৃত্যু হয়। নন্দকুমারপুরের বাড়িতে আসেন গোপালের ভায়রাভাই পাঁচু। সেখানে পচা গন্ধ পান তিনি। মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় তাঁর। প্রতিবেশীদের ডেকে তিনি বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মাটি খুঁড়ে সোমার মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় স্তম্ভিত দক্ষিণ সুন্দরবনের এলাকাবাসী। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

[একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে]

সোমার পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, গোপালই খুন করে সোমাকে পুঁতে রেখেছিল। পেশায় দিনমজুর গোপালের সঙ্গে প্রতিবেশী গৃহবধূ সন্ধ্যা নাইয়ার অবৈধ সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে নিত্যদিনই অশান্তি চলত। কয়েকমাস আগে সন্ধ্যাকে নিয়ে কলকাতায় পালিয়ে যায় গোপাল। তারপর থেকে নিখোঁজ সেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[পুরসভার অভিযানে বর্ধমানে নামী রেস্তরাঁয় উদ্ধার পচা মাংস, হতবাক পুরকর্তারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement