প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাসত: চাষের জমি থেকে উদ্ধার হল মহিলার আধপোড়া মৃতদেহ! স্থানীয় কৃষকরা সকালে চাষ করতে গিয়ে ওই মৃতদেহ প্রথম দেখতে পান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙার হরিশচন্দ্রপুর এলাকায়। ঘটনা জানাজানি হতেই বুধবার সকালে চাপা উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিন সকালে আমডাঙার হরিশচন্দ্রপুরের ওই জমিতে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। মাঠের মধ্যেই কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে যেতেই কৃষকরা আঁতকে ওঠেন। সেখানে পড়ে থাকতে দেখা যায় এক মহিলার আধপোড়া অর্ধনগ্ন মৃতদেহ। শরীরের বেশ কিছু জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। আমডাঙা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। চাষের জমির ওই এলাকা ঘিরে ফেলা হয়।
পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। তদন্তের জন্য পুলিশ কুকুরও নিয়ে যাওয়া হয়। ওই মহিলা স্থানীয় নন বলেই প্রাথমিক খবর। ‘ধর্ষণ’ করে তাঁকে ‘খুন’ করা হয়েছে। এমনই অভিযোগ ইতিমধ্যেই । পরিচয় যাতে না জানা যায়, সেজন্যই কি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল? সেজন্যই কি ওই নির্জন চাষের জমিতে দেহ পোড়ানোর চেষ্টা? সেই প্রশ্ন উঠেছে। গোটা অপরাধ কি ওই মাঠেই সংঘটিত হয়েছে? সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকা ও আশপাশের কোনও মহিলা নিখোঁজ আছে কিনা? সেই খোঁজও শুরু হয়েছে। অকুস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.