Advertisement
Advertisement
Woman's body recovered from a government lodge of Nadia

সরকারি লজ থেকে উদ্ধার মহিলার দেহ, পলাতক স্বামী পরিচয়ে আসা যুবক

লজের ভিতর কেয়ারটেকার মহিলার দেহ দেখতে পান।

Woman's body recovered from a government lodge of Nadia । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 25, 2023 7:59 pm
  • Updated:August 25, 2023 7:59 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত সরকারি লজ থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। স্বামীর পরিচয়ে তাঁর সঙ্গে আসা যুবক পলাতক। ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নদিয়ার নাকাশিপাড়া থানার যুগনিতলা এলাকায় জোর চাঞ্চল্য।

বৃহস্পতিবার নদিয়ার নাকাশিপাড়া থানার যুগনিতলা এলাকায় পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত সরকারি লজে আসেন এক যুবক এবং যুবতী। স্বামী-স্ত্রী পরিচয়ে সঞ্জয় সরকার এবং পূর্ণিমা সরকার ঘরভাড়া নেন। শুক্রবার সকালে লজের কেয়ারটেকার ঘর পরিষ্কার করতে যান। দেখেন দরজা খোলা রয়েছে। ঘরের ভিতর ঢুকে তাজ্জব হয়ে যান তিনি। ঘরের ভিতর এক মহিলাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি শুরু করেন। কিন্তু তাঁর ডাকে ওই মহিলা সাড়াশব্দ দেননি।

Advertisement

[আরও পড়ুন: এবার বাংলাতেও হিজাব বিতর্ক, ছাত্রীদের ধর্ম নিয়ে কটাক্ষ করায় রোষানলে শিক্ষিকা]

তাতেই সন্দেহ হয় ওই লজ কর্মচারীর। তৎক্ষণাৎ পঞ্চায়েত সমিতি-সহ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ওই মহিলার সঙ্গে স্বামী পরিচয়ে আসা যুবক পলাতক। অভিযোগ, পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রিত নীলাচল লজে সিসিটিভির বন্দোবস্ত নেই। তাই পুলিশ আধিকারিকদের তদন্তে খানিকটা বেগ পেতে হবে বলেই মনে করছেন সকলেই।

[আরও পড়ুন: কম্পিউটারে ‘প্রমাণ প্রতিস্থাপন’ করার অভিযোগ, ইডির বিরুদ্ধে বিস্ফোরক লিপস অ্যান্ড বাউন্ডস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement