বিক্রম রায়, কোচবিহার: সন্দেশখালির অভিযোগ এবার দিনহাটায় (Dinhata)। পিঠে বানানোর নামে মাঝরাতে বিজেপি (BJP) মহিলা কর্মীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগে শোরগোল এলাকায়। আর সেই ডাকে সাড়া দিয়ে তৃণমূল (TMC) কার্যালয়ে না যাওয়ায় এই মহিলার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এনিয়ে তোলপাড়ের মাঝে আরও রহস্য ঘনিয়েছে ওই মহিলার আচমকা অন্তর্ধানে! অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পরই বিজেপির ওই মহিলা কর্মী একেবারে ‘উধাও’। তবে কি কোনও চাপ তৈরি হয়েছে তাঁর উপর? নাকি অন্য কোনও কারণ? এসব প্রশ্ন উঠছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলার অভিযোগ, এলাকার তৃণমূল নেতা তথা মন্ত্রী উদয়ন গুহ (Udyan Guha)-সহ দীপক ভট্টাচার্য, বিশু ধর ও তাঁদের অনুগামীরা তাঁকে রাত ১২টা নাগাদ তৃণমূল কার্যালয়ে পিঠে তৈরি করার জন্য ডেকেছিলেন। তাতে তিনি কোনওমতে রাজি হননি। উলটে প্রশ্ন তোলেন, রাত ১২টায় একজন মহিলাকে এভাবে তৃণমূলের পার্টি অফিসে ডেকে পাঠানো মানে তাঁর সম্ভ্রমহানি। এর পরেই তাঁর বাড়িতে এসে তৃণমূল কর্মী-সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এনিয়ে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
এই ঘটনাটি সামনে আসতেই বুধবার হইচই পড়ে যায়। যদিও বিজেপির ওই মহিলা কর্মীর পক্ষ থেকে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পালটা তৃণমূলের মহিলা সংগঠনের পক্ষ থেকে দিনহাটা থানায় বিজেপির সেই মহিলা কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের মহিলা সংগঠনের পক্ষ থেকে অভিযোগকারী বিজেপি কর্মীর বাড়ির সামনে এদিন বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। উদয়ন গুহ বলেন, ”ওই মহিলা হয়তো তাঁকে কোনওদিন দেখেননি অথচ তাঁর নামে অভিযোগ করছেন। তাঁর অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে।” তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভাপতি সুচিস্মিতা দেব শর্মার বক্তব্য, ”বিজেপির ওই কর্মী যে অভিযোগগুলো তুলেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসম্মানজনক।” তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাঁর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
যদিও পালটা বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় দাবি করেন, সাহস করে একজন মহিলা নিজের উপর হওয়া অত্যাচারের কথা থানায় জানিয়েছেন। তার পর তাঁকে চাপে রাখতে তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে উলটো মামলা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য, সন্দেশখালির মহিলারাও শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। মাঝরাতে পিঠে বানানোর নাম করে মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠিয়ে অত্যাচার চলেছে। এবার সেই একই অভিযোগে সরগরম দিনহাটাও।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.