Advertisement
Advertisement
বরানগর

বন্ধ বাড়ি থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ, পাশেই অর্ধচেতন ক্ষতবিক্ষত মা

কীভাবে আঘাত বা মৃত্যু, সবটাই এখনও রহস্যের৷

Woman with son’s dead body found in Baranagar area
Published by: Bishakha Pal
  • Posted:April 26, 2019 2:57 pm
  • Updated:April 26, 2019 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল রবিনসন স্ট্রিটের স্মৃতি। বন্ধ বাড়ি থেকে মিলল যুবকের পচাগলা দেহ। পাশেই পাওয়া গেল তাঁর মাকে। তাঁর মৃত্যু না হলেও তাঁর শরীর ছিল ক্ষতবিক্ষত। ক্ষতর অংশে কীটপতঙ্গের আনাগোনা। বরানগরের একটি বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ ও তাঁর মাকে উদ্ধার করে বরানগর থানার পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, বরানগরের নিয়োগী পাড়ার ওই বাড়িতে থাকতেন মা ও ছেলে। বেশ কয়েকদিন ধরে ছেলে বা মা-কে কেউ দেখেননি। কোনও সাড়াশব্দও পাচ্ছিলেন না তাঁরা। শুক্রবার সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পান। তারপর ডাকাডাকি শুরু করেন তাঁরা। ঘরের ভিতর থেকে গোঙানির শব্দ পাওয়া যায়। মায়ের আওয়াজ পেলেও ছেলের কোনও সাড়া পাননি প্রতিবেশীরা। তখনই পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তালা ভেঙে উদ্ধার করা হয় ছেলের মৃতদেহ। মাকে পাওয়া যায় ক্ষতবিক্ষত অবস্থায়।

Advertisement

[ আরও পড়ুন: অমিত শাহের হুঁশিয়ারি, এনআরসি-র আতঙ্কে ভুগছে চন্দ্রকোনার শতাধিক পরিবার ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলের নাম পার্থসারথী ঘোষ। মায়ের নাম গৌরী ঘোষ। তাঁরা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। তবে কোনও অসদ্ভাবও ছিল না। পুলিশ যখন পার্থসারথীর দেহ উদ্ধার করে, তখন তা সম্পূর্ণ পচে গিয়েছিল। সেখান থেকেই গন্ধ ছড়িয়ে পড়ছিল। পাশেই মুখ থুবড়ে পড়ে ছিলেন মা গৌরী ঘোষ। তাঁর দেহ ছিল ক্ষতবিক্ষত। শরীরে তাঁর পিঁপড়ে বাসা বেঁধেছিল। তবে শরীরে প্রাণ ছিল।  তাঁকে উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে গৌরী ঘোষের।

তিনিই জানিয়েছেন, মঙ্গলবার তাঁর ছেলে মারা যায়। কিন্তু কীভাবে পার্থসারথীর মৃত্যু হল, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তাঁর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। গৌরী ঘোষের দেহের আঘাত কীভাবে হল, জানা যায়নি তাও। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।

[ আরও পড়ুন: প্রচার চলাকালীন ছুরি নিয়ে হামলা, অল্পের জন্য রক্ষা পুরুলিয়ার বিজেপি প্রার্থীর ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement