Advertisement
Advertisement

Breaking News

শান্তির বার্তা

‘ধর্মীয় ভেদাভেদ নয় শান্তি চাই’, সম্প্রীতির বার্তা দিতে সাইকেলে চড়ে দিঘা সফর সাহসিনীর

লাদাখে যাওয়ার পথেই দিঘায় ঢুঁ মারেন ওই মহিলা।

Woman visits Digha by cycle to spread peace and harmony
Published by: Sayani Sen
  • Posted:February 10, 2020 8:51 pm
  • Updated:February 10, 2020 8:56 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ধর্মনিরপেক্ষতাই ভারতের ঐতিহ্য। তবে ইদানীং সেই ঐতিহ্যের দিকে নজর দিচ্ছেন না কেউই। পরিবর্তে একাংশ মানুষ ধর্ম নিয়ে হানাহানিতে মজে রয়েছেন। যার জেরে মানুষে-মানুষে জন্ম নিচ্ছে বিদ্বেষ। ছড়াচ্ছে অশান্তি। এই পরিস্থিতিতে শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সাইকেলের প্যাডেলে ভর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পূর্ব বর্ধমানের প্রণতি দাস। কলকাতা, আসানসোল, দিঘা হয়ে লক্ষ্য লাদাখ। শান্তির বার্তা দিতেই এমন উদ্যোগ সাহসিনীর।

হাঁটা এক্কেবারে অপছন্দ তাঁর। তাই তো ছোট থেকেই পশ্চিম বর্ধমানের নিউটাউনের বাসিন্দা প্রণতি দাসের বাহন যেন সাইকেল। নিজেকে নিয়ে ডুবে থাকতে শেখেননি তিনি। পরিবর্তে বিভিন্ন ইস্যু নিয়ে সকলকে সচেতন করার উদ্দেশ্যে বারবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন প্রণতি। সেক্ষেত্রে তাঁর ভরসা ওই একমাত্র সাইকেল। প্যাডেলে চাপ দিয়ে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে গিয়েছেন ওই মহিলা। বয়স পঞ্চাশের গণ্ডি ছুঁই ছুঁই। কিন্তু পৃথিবীকে বদলের ইচ্ছা আজও পাগল করে তোলে তাঁকে। তাই তো প্যাডেলে চাপ দিয়ে আবারও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন প্রণতি। এবার লক্ষ্য লাদাখ। আসানসোল থেকে যাত্রা শুরু করেছেন। সোমবার পৌঁছন দিঘা। সেখান থেকে সটান পাড়ি দেবেন লাদাখের উদ্দেশে।

Advertisement

[আরও পড়ুন: বংশরক্ষা করতেই মেদিনীপুর মেডিক্যাল থেকে শিশুপুত্র চুরি, অপরাধ কবুল ধৃতের]

কিন্তু কেন এমন সাইকেল নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রণতি? কারণ, ধর্মনিরপেক্ষতা ভারতের ঐতিহ্য। তা সত্ত্বেও ইদানীং বারবার শিরোনামে জায়গা করে নিচ্ছে ধর্ম নিয়ে হানাহানি। সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর থেকেই বড় উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। ধর্ম নিয়ে ভেদাভেদকে কেন্দ্র করে অশান্তি লেগেই রয়েছে। অশান্তির কারণ বড়ই ভাবাচ্ছে প্রণতিকে। কোনও মানুষই যাতে নিজেদের মধ্যে অশান্তিতে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সচেতনতা বার্তা দিতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন প্রণতি। যুদ্ধ নয়, শান্তি চাই বার্তাকেই সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টাই করছেন ওই মহিলা। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এটাই যেন বড় পাওয়া প্রণতির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement