প্রতীকী ছবি।
ধীমান রায়, কাটোয়া: কুপ্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করেছিলেন মামিমা। তার জেরে মামিমার গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। এই ঘটনায় ভাগ্নের মা অর্থাৎ নির্যাতিতার ননদও অভিযুক্ত। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ। ঘটনাটি কেতুগ্রামের ঝামটপুর গ্রামের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোপাল দাস ও চন্দনা দাস। গোপালের মা হলেন চন্দনাদেবী। সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। ঝামটপুর গ্রামের ৪৭ বছরের ওই মহিলা তখন বাড়িতে একাই ছিলেন৷ তাঁর স্বামী পেশায় ট্রাক্টর চালক। সেদিন তাঁর স্বামী মেয়ের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, নির্যাতিতা বাড়িতে একলা থাকার সুযোগে অভিযুক্ত গোপাল ওই মহিলা অর্থাৎ মামার বাড়িতে ঢোকে। একই পাড়াতেই বাড়ি গোপাল দাসের। অভিযোগ, গোপাল তাঁকে কুপ্রস্তাব দেয় এবং অভব্য আচরণ করে। তখন মহিলা গোপালকে ছিটকে সরিয়ে দিয়ে ঘর থেকে বাইরে এসে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন৷ প্রতিবেশীরা আসতেই যদিও গোপাল ছুটে পালিয়ে যায়৷
স্বামী বাড়ি ফিরলে বিষয়টি তাকে জানান ওই মহিলা। স্বামী-স্ত্রী দু’জন মিলে রবিবার গোপালদের বাড়িতে যান। অভিযোগ, সেসময় গোপাল ও তার মা চন্দনা দাসের সঙ্গে নির্যাতিতার কথা কাটাকাটি হয়। সেই সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয় বলেও অভিযোগ। নির্যাতিতার দাবি, চন্দনা দাসের প্ররোচনায় গোপাল ঘর থেকে অ্যাসিডের বোতল বের করে তাঁর গায়ে ছিটিয়ে দেয়। মহিলা গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়। রবিবারই কেতুগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন৷ তার ভিত্তিতে রবিবার রাতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.