Advertisement
Advertisement

Breaking News

অবৈধ সম্পর্ক ফাঁসের জের, সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মহিলা

পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতার৷

Woman murders minor son to hush up affair in Raiganj
Published by: Kumaresh Halder
  • Posted:August 20, 2018 3:53 pm
  • Updated:August 20, 2018 3:53 pm  

শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ার ভয়ে সাত বছরের সন্তানকে খুন করল মহিলা৷ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে ধৃতার নাম বিমলা রায়৷ টানা ৪৮ ঘণ্টা জেরার পর খুনের কথা কবুল অভিযুক্তের৷ সাত বছরের শিশুকে খুনের ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই মহিলার প্রেমিক৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের৷

[উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ২ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা]

গত শনিবার শ্বাসরোধ করে খুনের পর সাত বছরের শিশুকে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম বোগ্রাম গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরে পুলিশ পৌঁছে মৃত শিশু দেবু রায়ের (৭) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷

Advertisement

[চারিদিকে শুধু জল! কেরলে কাজে গিয়ে প্রাণসংশয়ে বাঁকুড়ার শ্রমিকরা]

শিশুর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ ওই দিনই অভিযুক্ত মহিলাকে থানায় ডেকে পাঠিয়ে দফায় দফায় জেরা করে পুলিশ৷ জেরায় মহিলার বয়ানে অসঙ্গতি মেলে৷ তদন্তকারী আধিকারিকদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে৷ ঘটনার কিনারা করতে ৪৮ ঘণ্টা ধরে ওই মহিলাকে জেরা করা হয়৷ পরে পুলিশি জেরায় ভেঙে পড়ে ওই মহিলা৷ কবুল করে অপরাধ৷ জেরায় অভিযুক্ত ওই মহিলা পুলিশকে জানিয়েছে, প্রেমিকের সঙ্গে অবৈধ সম্পর্ক দেখা ফেলার জেরে সাত বছরের ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল৷ অবৈধ সম্পর্ক লোকমুখে জানাজানি হওয়ার ভয়ে প্রেমিককে নিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অনুমান পুলিশের৷ অভিযুক্ত ওই মহিলার প্রেমিকের সন্ধান শুরু করেছে পুলিশ৷ ইতিমধ্যেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ পথ অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা৷

[মল্লিকার পরিবারের লড়াই এখন অঙ্গদানের প্রচারের মুখ, উদ্বুদ্ধ করতে আগ্রহী স্বাস্থ্যমহল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement