ছবি: প্রতীকী
শংকরকুমার রায়, রায়গঞ্জ: বছর চারেকের দাম্পত্য জীবন। শারীরিকভাবে অক্ষম স্বামীকে নিয়ে সুখী ছিলেন না স্ত্রী। নিত্যদিন অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ওই যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা। মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
[ হোটেল থেকে উদ্ধার টলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ, শিলিগুড়িতে চাঞ্চল্য]
রায়গঞ্জের সুভাষগঞ্জ লাগোয়া তিলহান গ্রামের যুবক রিয়াজউদ্দিন সরকার। পেশায় তিনি দিনমজুর। বছর চারেক আগে বিয়ে হয় রিয়াজউদ্দিনের। তাঁর স্ত্রী মঞ্জুরা বিবির অবশ্য আগেও একবার বিয়ে হয়েছিল। সেই বিয়ে টেকেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিলেন না রিয়াজউদ্দিন। বছর ঘুরতে না ঘুরতেই স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়। রিয়াজউদ্দিন সরকারের পরিবারের লোকেদের দাবি, দাম্পত্য কলহ মিটিয়ে দেওয়ার জন্য তাঁর তিন লক্ষ টাকা চেয়েছিলেন মঞ্জুরা বিবির বাপের লোকেরা। কিন্তু, তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। রাগের মাথায় নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিলেন রিয়াজউদ্দিন। এমনকী, শ্বশুরবাড়ির বাড়ির লোকেদের মেরে ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এরপরই মঞ্জুরা বিবি রিয়াজউদ্দিনকে মেরে ফেলার ছক কষেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের তিলহান গ্রামের বাড়িতে থেকে রিয়াজউদ্দিন সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকেদের অভিযোগ, পরিকল্পনামাফিক তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে স্ত্রী মঞ্জুরা বিবি ও তার বাপের বাড়ির লোকেরা। রিয়াজউদ্দিনকে খুনের অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু কী কারণে খুন? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিক যৌন জীবনযাপন করতে অক্ষম ছিলেন রিয়াজউদ্দিন। তাই নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি হত।
[ জটিল অস্ত্রোপচারে সাফল্য, পেট কেটে বাদ দেওয়া হল অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.