দিব্যেন্দু মজুমদার, হুগলি: টাকা নিয়ে বচসার জেরে চণ্ডীতলায় কাটারি দিয়ে কুপিয়ে খুন করা হল এক যৌনকর্মীকে। শুক্রবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে চণ্ডীতলার গরলগাছা বাগপাড়ার একটি বাড়িতে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা চণ্ডীতলা থানায় খবর দিলে পুলিশ এসে ওই যৌনকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনায় দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীপঙ্কর বিশ্বাস বছর চারেক আগে বেলুড়ের আনন্দনগর থানা এলাকায় নিজের পৈতৃক বাড়িতে থাকত। মানিকতলায় ট্রফি ও শিল্ড তৈরির কারখানায় কাজ করত সে। সম্প্রতি আনন্দনগরের পৈতৃক বাড়ি বিক্রি করে দীপঙ্কর ও তার দাদা গরলগাছায় একটি বাড়ি কেনে। দীপঙ্করের দাদার উলটোডাঙায় একটি ফ্ল্যাট রয়েছে। দাদার সঙ্গে ফ্ল্যাটেই থাকত দীপঙ্কর। গরলগাছার বাড়ি ফাঁকাই পড়ে ছিল। তবে স্থানীয়দের অভিযোগ, দীপঙ্কর মাঝে মধ্যেই মহিলা নিয়ে এসে বাড়িতে রাত কাটাত। শুক্রবার রাতেও এক মহিলা যৌনকর্মীকে নিয়ে এসে গরলগাছার বাড়িতে ওঠে অভিযুক্ত। এরপরই তাঁর সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদ শুরু হয়। বচসা চরম পর্যায়ে পৌঁছালে দীপঙ্কর ওই যৌনকর্মীকে কাটারি দিয়ে মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর দীপঙ্কর ঘরের বাইরে তালা লাগিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ফের ফিরে এসে বাড়ির চালা খুলে ঘরের ভিতর প্রবেশ করে।
কিন্তু ঘরের ভিতর আলো জ্বলছে অথচ বাইরে থেকে তালা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা জানালা দিয়ে উঁকি মেরে দেখে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে, পাশে বসে দীপঙ্কর। এরপরই স্থানীয়রাই চণ্ডীতলা থানায় খবর দিলে পুলিশ এসে ওই যৌনকর্মীর দেহ উদ্ধার করে এবং দীপঙ্করকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় ধৃত খুনের কথা স্বীকার করে। উলটোডাঙা ব্রিজের তলাতেই বছর ৪০-এর ওই যৌনকর্মীর সঙ্গে অভিযুক্তর পরিচয়। তারপর বেশ কয়েকবার ওই যৌনকর্মীকে নিয়ে এসে গরলগাছার বাড়িতে রাতও কাটান। কিন্তু গতকাল ওই যৌনকর্মীর সঙ্গে ৩ হাজার টাকায় চুক্তি হওয়ার পর হঠাৎই ৫ হাজার টাকা দাবি করায় দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়ে যায়। বচসা চলাকালীন দীপঙ্কর ঘরে থাকা কাটারি দিয়ে ওই যৌনকর্মীর মাথায় আঘাত করে। শনিবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ওই যৌনকর্মীর পরিচয় জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.