ছবি: প্রতীকী।
শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ২০ হাজার টাকা ঋণ নিয়ে শোধ করছিল না যুবক। সেই ঋণের টাকা চাইতে গিয়েই খুন হলেন স্থানীয় এক মহিলা। সোমবার সাতসকালে চাঞ্চল্য শিলিগুড়ির বাগডোগরার ক্ষুদিরাম পল্লিতে। মৃত মহিলার নাম লক্ষ্মী সরকার। অভিযুক্ত যুবক অজয় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রাতে বাড়িতেই খুনের পর প্লাস্টিকে মুড়ে দেহ পাচারের পরিকল্পনা করেছিল অজয়। সেই মতো সকালে দেহটি অন্যত্র ফেলে আসার চেষ্টা করছিল সে। বিষয়টি নজরে পড়ে যায় স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীরা অজয়কে জিজ্ঞাসাবাদ শুরু করতেই খুনের ঘটনা প্রকাশ্যে আসে। তাঁরাই বাগডোগরা থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত লক্ষ্মী সরকার সুদে টাকা খাটাতেন। তাঁর স্বামী লক্ষ্মীকান্ত সরকারের দুটি দোকান আছে। অন্যদিকে অভিযুক্ত অজয় দাস বেকার। তবে বাগডোগরায় দুটি বাড়ির মালিক অজয়ের বাবা । ক্ষুদিরাম পল্লির বাড়িতে একাই থাকত ওই যুবক। বেকারত্ব ঘোচাতে বাড়িতে জিম খোলার পরিকল্পনা করেছিল সে। একই এলাকায় বাড়ি লক্ষ্মী সরকারেরও। জিমের জন্য তাঁর কাছ থেকেই ২০ হাজার টাকা সুদে ধার নিয়েছিল অজয়। বলেছিল মাস দুয়েকের মধ্যেই সুদ সমেত ২০ হাজার টাকা ফিরিয়ে দেবে। এরপর ছয় মাস কেটে গেলেও লক্ষ্মী সরকারকে টাকা ফেরায়নি অজয়। এরমধ্যে বেশ কয়েকবার যুবকের কাছে টাকা চেয়েও পাননি ওই গৃহবধূ।
জানা গিয়েছে, রবিবার রাতে ফের টাকা চাইতেই অজয়ের ক্ষুদিরাম পল্লির বাড়িতে যান লক্ষ্মী সরকার। সেই সময় তাঁদের মধ্যে বচসাও হয়। অভিযোগ, সেই সময় রাগের বশেই ধারাল অস্ত্রের আঘাতে লক্ষ্মী সরকারকে খুন করে অজয়। ঘরের মধ্যে খুনের ঘটনা ঘটলেও মৃতদেহ তো ফেলে রাখা যাবে না! কিন্তু তৎক্ষণাৎ দেহ অন্যত্র ফেলে আসারও উপায় ছিল না। শেষপর্যন্ত ভোরবেলা দেহটিকে প্লাস্টিকে মুড়ে নিয়ে বাড়ি থেকে বের হয় অজয়। এদিকে ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। অজয়কে দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় ওই যুবককে প্রশ্ন করতে শুরু করেন তাঁরা। চাপের মুখে ভেঙে পড়ে অজয়। খুনের কথা স্বীকার করে নেয় সে। খবর দেওয়া হয় বাগডোগরা থানায়। মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অজয় দাসকে।
[চলতি মাসে আরও কমবে আলুর দাম, মাথায় হাত ব্যবসায়ীদের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.