Advertisement
Advertisement

Breaking News

Woman lodge a complain against Congress candidate Bayron Biswas

চাকরি দেওয়ার নামে ‘যৌন হেনস্তা’, সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় মহিলা

বায়রন বিশ্বাসের প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূল।

Woman lodge a complain against Congress candidate Bayron Biswas । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 22, 2023 7:43 pm
  • Updated:February 22, 2023 7:43 pm  

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: উপনির্বাচনের আগে মহিলাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল সাগরদিঘি কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বায়রন বিশ্বাস। কংগ্রেসের এই প্রার্থীর বিরুদ্ধে হাওড়ায় বসবাসকারী এক মহিলাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ওই মহিলা হাওড়া জোলার সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগকারিণী মহিলার বক্তব‌্য, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস গত কয়েক বছর ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এবং চাকরি দেওয়ার নাম করে তাঁকে নানাভাবে হয়রান করেছেন। ওই মহিলার আরও দাবি, ওই কংগ্রেস প্রার্থী তাঁকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করেছেন। এমনকি এই বিষয়টি কাউকে জানালে তাঁর ভয়ংকর পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন। ওই মহিলা পুলিশে অভিযোগ করেন। বলেন, “আমি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না। কিন্তু উনি সেটা না শুনে এবং এবছরের ১৮ ফেব্রুয়ারি থেকে আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করছেন। এবং আমাকে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন। একই সঙ্গে আমায় বলেছেন আমি এই বিষয়টি কাউকে জানালে তিনি কড়া পদক্ষেপ নেবেন।’’

Advertisement

[আরও পড়ুন: এবার অনুব্রতকন্যা সুকন্যার বেতন বন্ধ, বড় পদক্ষেপ বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের]

মঙ্গলবার সন্ধেয় একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়। যদিও তার সত‌্যতা যাচাই করেনি SangbadPratidin.In। সেই ভিডিও অনুসারে, অভিযোগকারিণী ওই মহিলা বলেছেন যে, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করছেন। ওই মহিলা তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। তিনি বলেছেন যে নিতান্ত অসহায় হয়ে ও ভয় পেয়ে এই বিষয়টি বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছেন এবং এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন। ওই মহিলা আরও বলেছেন, “কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সেই জন্যই থানায় অভিযোগ দায়ের করেছি। আমি পুলিশকে অনুরোধ করছি আমাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে। ওঁর কাছে হোটেলে তোলা আমাদের কিছু ছবি আছে, যেখানে উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, এমন একজন মানুষকে কীভাবে নির্বাচনে লড়তে দেওয়া হয়। আমি সাগরদিঘির জনগণকে অনুরোধ করব, তাঁরা যেন নারী নিরাপত্তার কথা ভেবে এই কংগ্রেস প্রার্থীকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত না করেন। এই নেতার নেতৃত্বে কোনও নারী নিরাপদ থাকতে পারেন না।’’

এপ্রসঙ্গে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানান, “একটা সামান্য বিধানসভার উপনির্বাচন নিয়ে শাসকদল তৃণমূল জঘন্য নোংরামি করছে। এথেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া ও আতঙ্কিত। ১৮ ফেব্রুয়ারি রাত দুটোয় সাগরদিঘির পাটকেলডাঙ্গার গৌরীপুরে কংগ্রেস কর্মী সাইদুর রহমানের বাড়িতে চড়াও হয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে। ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগেই হাই কোর্টের বিচারপতি বুধবার সাইদুরের জামিন মঞ্জুর করে তৃণমূলের গালে চড় মেরেছেন। হাওড়ার সাঁকরাইল থানায় রাজনৈতিক উদ্দেশ্যে একই দিনে একই অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে। শুধু সাইদুর আর বাইরন না। উপনির্বাচন যতই এগিয়ে আসবে কংগ্রেস নেতৃত্বের প্রতি শাসক দল এধরণের ভিত্তিহীন অভিযোগ আনবে। তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। মানুষ কংগ্রেসের পক্ষে আছে। ২৭ শে ফেব্রুয়ারি সাগরদিঘিবাসী ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবেন।” এদিকে, বায়রনের প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূল।

[আরও পড়ুন: পার্থর দিকে মল ভরতি মগ ছুঁড়ল জঙ্গি মুসা! পড়ে গেলেন প্রাক্তন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement