ছবি: প্রতীকী
সৈকত মাইতি, তমলুক: নাবালক প্রেমিকের সঙ্গে সংসার পাততে এক সন্তানকে সঙ্গে নিয়ে ঘর ছাড়লেন বধূ। ঘটনাকে ঘিরে শোরগোল তমলুকে। তবে সংসার পাতা হল না। গোটা দিন টানাপোড়েন শেষে দু’জনকেই ফিরতে হল নিজের বাড়িতে।
ভালবাসার পথে যে বয়স, ধর্ম কোনওটাই বাধা হতে পারে না, ফের তা প্রমাণ করে দিল তমলুকের যুগল। ময়নার আনন্দপুরের বাসিন্দা বছর ১৭-এর প্রেমিক। তবে বর্তমানে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত সে। এদিকে তিলখোজা গ্রামের বাসিন্দা ওই বধূ। সূত্রের খবর, বছর তিনেক আগে মোবাইলে মিসড কলের সূত্র ধরে পরিচয় হয় তাঁদের। ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। দুইজনের ধর্ম ভিন্ন হলেও বিবাহিত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নাবালক। স্বামী-সন্তানদের ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাধার স্বপ্ন দেখেন তরুণী। এভাবেই চলছিল দিন। কয়েকদিন আগে হঠাৎই স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন তরুণী।
এসবের মাঝেই নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বধূ। সূত্রের খবর, গত রবিবার রাতে সন্তানকে সঙ্গে নিয়ে সোজা প্রেমিকের বাড়ি হাজির হন বধূ। এই কীর্তি দেখে তো হতবাক নাবালকের বাবা-মা। তাঁরা বুঝে উঠতে পারছিলেন না যে কী করবেন। এরপর যুগলে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দীর্ঘক্ষণ থানাতেই ছিলেন তাঁরা। আলোচনা শেষে ওই বধূ ও নাবালককে নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.