Advertisement
Advertisement

যুবতীকে অপহরণের ঘটনায় ধৃত প্রতিবেশী, পলাতক অভিযুক্ত বাংলাদেশি যুবক

উৎকণ্ঠা বাড়ছে যুবতীর পরিবারের৷

Woman kidnapped in Bongaon

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:November 23, 2018 6:02 pm
  • Updated:November 23, 2018 6:08 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  প্রতিবেশী মেয়েকে অপহরণের যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতের নাম সাগর বিশ্বাস৷ বাড়ি গাইঘাটা থানার ভেন্ডাপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত সাগর বিশ্বাসের বাড়িতে তাঁর আত্মীয় অনুপ মণ্ডল নামের এক বাংলাদেশি যুবক যাতায়াত করত৷ বছর ১৮-র যুবতীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করত অনুপ। বাংলাদেশি যুবকের মতিগতি ভাল না লাগায় যুবতীর পরিবারের তরফে প্রতিবেশী সাগরের বাড়িতে যাতায়াত করতে বারণ করা হয়৷ অভিযোগ, এরপর প্রতিহিংসার জেরে যুবতীকে অপহরণ করে চম্পট দেয় ধৃত সাগর বিশ্বাস ও বাংলাদেশি ওই যুবক৷ গত ৯ নভেম্বর রাত থেকে যুবতীর কোনও খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা৷

[তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের মল্লারপুর]

Advertisement

পরে, খোঁজ নিয়ে যুবতীর পরিবারের সদস্যরা জানতে পারেন, অভিযুক্ত সাগর বিশ্বাস ও বাংলাদেশি অনুপ মণ্ডল তাঁদের মেয়েকে অপহরণ করে গা-ঢাকা দিয়েছে৷ বিষয়টি ফের পরিবারের তরফে গাইঘাটা থানায় জানানো হয়৷ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ তদন্ত শুরুর কিছুদিন পর পলাতক সাগর বিশ্বাসকে ভেন্নাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযুক্তকে আটক করে বাংলাদেশি যুবকের সন্ধান শুরু করেছে পুলিশ৷

[বাঁদরের নামে থানায় দায়ের এফআইআর! চক্ষু ছানাবড়া পুলিশের]

অপহরণের ঘটনায় এখনও পর্যন্ত যুবতীর কোনও খোঁজ পায়নি পুলিশ৷ ধৃতকে জেরা করে অনুপ মণ্ডলের সন্ধান চালাচ্ছে পুলিশ৷ টানা ১৫ দিন অপহৃত থাকার ঘটনায় উৎকণ্ঠা বাড়ছে যুবতীর পরিবারের৷ অপহরণের পর থেকে এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন না আসায় উদ্বেগ আরও বাড়ছে পরিবারের৷ তবে, অভিযুক্ত দু’জনের মধ্যে একজনের গ্রেপ্তারির খবরে কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটছে না পরিবারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement