Advertisement
Advertisement

Breaking News

Three babies

যমজ নয়, একেবারে ৩ কন্যাসন্তানের জন্ম দিলেন ধূপগুড়ির মহিলা

একসঙ্গে তিন সন্তানের বাবা হয়ে অত্যন্ত খুশি প্রসূতির স্বামী।

Woman from Jalpaiguri gives birth to three babies । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 18, 2021 8:45 am
  • Updated:July 18, 2021 11:49 am  

অরূপ বসাক, মালবাজার: যমজ সন্তান জন্মের কথা শোনা যায় মাঝেমধ্যেই। তবে একেবার তিন-তিনটি কন্যাসন্তানের (Three Baby Girl) জন্মের কথা শুনেছেন? চিকিৎসকদের দাবি, এ ঘটনা কিছুটা হলেও বিরল। তবে বিস্ময়কর এমন ঘটনাই ঘটেছে জলপাইগুড়ির মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

Advertisement

জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি ব্লকের বানারহাট এলাকার কারবালা চা বাগানের বাসিন্দা মনমায়া প্রধান দিনকয়েক আগে ওই হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি হন। শুক্রবার রাতে ২৭ বছর বয়সি ওই প্রসূতি তিন কন্যাসন্তানের জন্ম দেন। এই ঘটনায় প্রসূতি বিভাগে খানিকটা চাঞ্চল্য সৃষ্টি  হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তিন শিশু এবং মা সুস্থই রয়েছেন। বর্তমানে শিশুরা এসএনসিইউতে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, নানা কারণে কোনও মা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিতে পারেন।

[আরও পড়ুন: Corona Virus: গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য Kolkata, চিন্তা বাড়াচ্ছে দার্জিলিঙের সংক্রমণ]

চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, মাতৃগর্ভে একটি ডিম্বাণু দু’টি ভাগে বিভক্ত হয়ে শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে দু’টি ভ্রুণ তৈরি হয়। একই পদ্ধতি তিনটি ভাগে বিভক্ত হয়ে নিষিক্ত হলে তিনটি ভ্রুণের জন্ম হয়। এরপর সন্তান জন্মালে তাদের পলিজাইগোটিক ট্রিপলেটস বলে। যেহেতু একটি ডিম্বাণু ভেঙে জন্ম হয় তাই এদের দেখতেও একইরকম হয়। তবে যদি কোনও কারণে একটির পরিবর্তে তিনটি ডিম্বাণু নিষিক্ত হয়ে মা সন্তানের জন্ম দেন তবে হুবহু সকল বৈশিষ্ট্য একইরকম হয় না। সাধারণত প্রতি ১০০০ জনের মধ্যে মাত্র ১ জন এই ধরনের ট্রিপলেটসের জন্ম দেন। শতাংশের নিরিখে ০.১ শতাংশের চেয়ে কিছুটা বেশি। চিকিৎসকদের মতে, এই ঘটনা বিরল নয়। তবে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সাম্প্রতিককালে এমন ঘটনার নজির নেই। 

প্রসূতির স্বামী নীরজ প্রধান চা বাগানে কর্মরত। আয়ও বিশেষ নয়। একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হয়ে নীরজ আনন্দ পেয়েছেন ঠিকই। তবে একজন সাধারণ চা বাগানের শ্রমিক হয়ে একসঙ্গে তিন সন্তানের খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে কিছুটা চিন্তিত তিনি। তবে ভালভাবেই সন্তানদের প্রতিপালন করার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন নীরজ।

[আরও পড়ুন: রাত ৯টার পর রাস্তায় বেরলেই জরিমানা, Corona রুখতে কড়া হচ্ছে রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement