অরূপ বসাক, মালবাজার: উৎসবের মেজাজে থাকা মানুষ যে মুহূর্তে একটু অন্যমনস্ক হয়ে যায় সেই সুযোগটাকেই কাজে লাগায় পকেটমার, ছিনতাইকারীদের দল। এভাবেই মালবাজার (Mal Bazar) মহকুমায় ঠাকুর দেখতে যাওয়া মহিলা বা পুরুষদের টাকাপয়সা উধাও হয়ে যাচ্ছিল। যখনই কেউ কেনাকাটা করছেন বা খাবারের দোকানে টাকা দিচ্ছেন, তখনই টাকার জন্য পকেটে হাত দিতে গিয়েই দেখা যাচ্ছে পকেট ফাঁকা। তাঁদের টাকা উধাও। আর এতেই মালবাজার মহকুমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবশেষে বৃহস্পতিবার সকালে এই রহস্যের কিনারা হল। এই কাজের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন মহিলা পকেটমারের খোঁজ পাওয়া গেল। তাও আবার হাতেনাতে ধরা পড়ল তিনজন মহিলা। তাদের কোলে রয়েছে ফুটফুটে শিশুও। বৃহস্পতিবার কালিম্পংয়ের মংপং থেকে একটি বাসে উঠেছিলেন দুই তরুণী। তবে তার আগেই ওই বাসে তিন মহিলা পকেটমার ছিল। বাসটি ওদলাবাড়ি পৌঁছনোর আগেই অভিযুক্তরা ওই দুই তরুণীর কাছ থেকে কৌশলে তাদের টাকার ব্যাগ গায়েব করে দেয়।
বাস থেকে নেমে এক তরুণী দেখেন, তাঁর কাঁধে ঝোলানো বড় ব্যাগের ভিতর থেকে পার্স চুরি হয়ে গিয়েছে। এরপর ওদলাবাড়ি বাজারে তিন মহিলাকে ধরে ফেলেন ওই দুই তরুণী। ওই তিন মহিলার কাছ থেকে তাঁদের পার্স উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার পুলিশ। স্থানীয়রা ওই তিন মহিলার কাছ থেকে একটি পুরুষের পার্সও উদ্ধার করেন। এই পার্সটিও ওই বাসে থাকা কোনও পুরুষ যাত্রীর। অভিযোগ প্রমাণিত হলে তিন মহিলাকে আটক করে মালবাজার থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা ডার্নেল প্রধান, স্বপন ওঁরাওরা বলেন, “শিশু কোলে নিয়ে নতুন কৌশলে এরা বেশ কয়েকদিন ধরে পকেটমারি করছে। কখনও বাস আবার কখনও ট্রেনে আবার কখনও হাটবাজারে চলছে পকেটমারি। এদের একটা বড় চক্র আছে। সম্ভবত শিলিগুড়ির আশাপাশে এদের ঘাঁটি রয়েছে। এই ঘটনায় ধৃত তিনজনকে নিজেদের হেফজাতে রেখে পুলিশ বাকিদের খোঁজ চালায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.