Advertisement
Advertisement

Breaking News

খুন

ঘর থেকে মহিলার নগ্ন দেহ উদ্ধার, তাল কাটল নবমীর আনন্দে

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

Woman found with slit throat in Durgapur, probe launched
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 7, 2019 3:06 pm
  • Updated:October 7, 2019 3:06 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: নবমীর সকালে বাড়ি থেকে মহিলার নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কালিমন্দির এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে ওই মহিলাকে। ইতিমধ্যেই খবর পেয়ে দেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: মেলেনি বোনাস, পুজোর মাঝেই ধরনায় বসলেন অন্ডালের কোলিয়ারির শ্রমিকরা]

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার বাসিন্দা ওই মহিলা। স্বামীর মৃত্যু ও তিন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন তিনি। জীবনযাপনের জন্য পরিচারিকার কাজ করতেন তিনি। সোমবার মহানবমীর সকালে তাঁর বাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় তাঁর নগ্ন দেহ। মৃতার ভাইপো জানান, তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় পুরপিতা সুশীল চ্যাটার্জী ও এলাকার বাসিন্দারা পুলিশ কুকুর এনে তদন্তের দাবি জানান। ইতিমধ্যেই পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

murder

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। কিন্তু খুনের পিছনে কী কারণ, ব্যক্তিগত শক্রতা নাকি সম্পত্তি নিয়ে বিবাদ। তা ভাবাচ্ছে তদন্তকারীদের। তদন্তের স্বার্থে মৃতার মেয়ে ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ আধিকারিকরা। নক্কারজনক এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই অভিযুক্তরা শাস্তি পাবে।

[আরও পড়ুন: বন্দুকের আওয়াজ নয়, আসানসোলের এই বাড়িতে সন্ধিপুজোর বার্তা বহন করেন ডাকহরকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement