Advertisement
Advertisement

কচুবেড়িয়ায় বধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ

মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।

Woman found dead in South 24 Paragana
Published by: Suparna Majumder
  • Posted:August 28, 2018 2:17 pm
  • Updated:August 28, 2018 2:17 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিন ২৪ পরগনা: আবারও এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এবারের ঘটনাটি ঘটেছে জেলার কুলপি থানার কচুবেড়িয়া এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আক্রান্ত রোগীর পরিবার, ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জে]

Advertisement

কচুবেড়িয়া এলাকারই বাসিন্দা বছর পঁচিশের ওই গৃহবধূ। স্বামী আলতাফ খান জানান, সোমবার বাপের বাড়ি যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন তাঁর স্ত্রী। তারপর থেকেই নিখোঁজ তিনি। বাপের বাড়িতেও যাননি। এরপরই খুঁজতে শুরু করেন তাঁরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর চটি জোড়া পাওয়া যায়। তারপরই বাড়ির লোকের সন্দেহ হয়। সারারাত ধরে বধূকে খোঁজা হয়। কিন্তু কোনও হদিশ মেলেনি। শেষে মঙ্গলবার সকালে এলাকা থেকে কিছুটা দূরে চুনাখালি এলাকা থেকে বধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় মানুষরাই প্রথমে মৃতদেহটি দেখতে পান। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। কানের দুল টেনে ছেঁড়ার চিহ্ন স্পষ্ট।

[পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ঝাড়গ্রামে খুন তৃণমূল কর্মী]

এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গৃহবধূর বা তাঁর স্বামীর কারও সঙ্গে শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement