Advertisement
Advertisement

Breaking News

West Midnapore

ফাঁকা মাঠ থেকে উদ্ধার গৃহবধূর অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগে সরব স্থানীয়রা

এলাকার মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

Woman found dead at Pingla PS area in West Midnapore | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:April 20, 2022 12:33 pm
  • Updated:April 20, 2022 12:33 pm  

অংশুপ্রতীম পাল, খড়গপুর: ফাঁকা মাঠ থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তীব্র চাঞ্চল্য। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার পিংলা থানার জামনা দুই নম্বর অঞ্চলের উজান এলাকায়। মৃত ওই গৃহবধূর বয়স ৩৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে উজান এলাকায় ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ধানের কাজ করতে যাওয়ার সময় একটি পুকুরের সামনে ওই গৃহবধূর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ভিড় জমান স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে বাইরের কেউ ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই ঘটনা নিয়ে রীতিমতো এলাকার মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি’, মেদিনীপুরের তৃণমল নেতাকে কেন আচমকা ফোন?]

মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুদীপ ঘোষাল এবং অন্য পুলিশ কর্মীরা। সেখানে পৌঁছে এলাকাবাসীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে। মহিলার দেহ উদ্ধার নিয়ে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

প্রসঙ্গত গত কয়েকদিন আগে, পিংলা থানার কালুখাড়া এলাকায় এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের আরজি জানানো হয়েছে। সেই চাপানউতরের মধ্যে ফের ওই এলাকাতেই এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন পিংলা থানা এলাকার মহিলারা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মহিলার উপর যৌন নির্যাতন করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: ঘাড়ে সাংঘাতিক কোপের আঘাত, মধ্যরাতে জীবনদায়ী জটিল অস্ত্রোপচার, ১৮ ঘণ্টায় সুস্থ রোগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement