Advertisement
Advertisement

Breaking News

Saraswati Puja

সরস্বতী পুজোয় বেরিয়ে বেপাত্তা নাবালিকা! অপহরণ? পুলিশের দ্বারস্থ উদ্বিগ্ন মা

সরস্বতী পুজোর বিকেলে প্রতিবেশী এক যুবকের সঙ্গে শেষবার নাবালিকাকে দেখা গিয়েছিল বলে খবর।

Woman files police complaint after daughter goes missing from Saraswati Puja
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 18, 2024 7:51 pm
  • Updated:February 18, 2024 7:51 pm  

অরূপ বসাক, মালবাজার: সরস্বতী পুজোর দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর পেরিয়েছে ৪ দিন। এখনও বেপাত্তা মালবাজারের মাল ব্লকের এক নাবালিকা ছাত্রী। পরিবারের অভিযোগ, অপহরণ করা হয়েছে তাঁদের মেয়েকে। নেপথ্যে প্রতিবেশী যুবক বলেই দাবি। ইতিমধ্যেই নাবালিকার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চাবাগানের বাসিন্দা ওই নাবালিকা। বয়স ১৫ বছর। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দুপুরে ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়। এর পর আর ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও লাভ হয়নি। এর পরই পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকার পরিবার। নাবালিকার মায়ের অভিযোগের তির প্রতিবেশী যুবক বিশ্বজিৎ কাসুবার দিকে।

Advertisement

[আরও পড়ুন: সারদা দেবীকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট, তথাগতর তোপে অস্বস্তিতে বঙ্গ বিজেপি]

কী অভিযোগ নাবালিকার মায়ের? তিনি বলেন, তাঁর স্বামী নেই। মেয়েকে নিয়ে একাই থাকেন। সরস্বতী পুজোর দিন প্রতিবেশী যুবক বিশ্বজিতের সঙ্গে নাকি দেখা গিয়েছিল তাঁর মেয়েকে। তাঁর অভিযোগ, বিশ্বজিৎই নাকি তাঁর মেয়েকে অপহরণ করেছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মালবাজার থানার আইসি সমীর তামাং বলেন, “অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement