দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণের শিকার হলেন এক মহিলা মৎস্যজীবী। কোনওক্রমে বাঘের হাত থেকে রেহাই পেয়ে ঘরে ফিরেছেন ওই মহিলার তিন সঙ্গী। ঘটনার পর থেকেই নিখোঁজ বনলতা তরফদার নামে ওই মহিলা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মহিলাকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গিয়েছে বাঘটি। ইতিমধ্যেই, মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।
জানা গিয়েছে, সোমবার সকালে তিন সঙ্গীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের পিরখালির জঙ্গল থেকে কাঁকড়া ধরার জন্য বাড়ি থেকে বের হন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা বনলতা তরফদার। আচমকা তাঁদের নৌকায় আক্রমণ করে একটি বাঘ। প্রাণে বাঁচতে কোনওক্রমে নৌকা থেকে জলে ঝাঁপ দেন বনলতাদেবীর ৩ সঙ্গী। কিন্তু আতঙ্কে নৌকা থেকে নামতে পারেননি বনলতাদেবী। এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, সাঁতরে পাড়ে ফেরেন বনলতাদেবীর ৩ সঙ্গী। তাঁরাই গোটা ঘটনাটি জানান। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও বনদপ্তরের আধিকারিকদের। ঘটনার বর্ণনা শুনে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বাঘই গভীর জঙ্গলে টেনে নিয়ে গিয়েছে বনলতাদেবীকে। ইতিমধ্যেই মহিলার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর।
তবে এই ঘটনা প্রথম নয়। পিরখালি-সহ সুন্দরবনের একাধিক জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বহুবার বিপদের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। বাঘের আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তা সত্বেও রুটিরুজির টানে বারবার বিপদের মুখে যেতে এক প্রকার বাধ্য হন সুন্দরবনের ওই প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। অনেকক্ষেত্রে বনদপ্তরের অনুমতি না নিয়েই জঙ্গলে গিয়ে বিপদে পড়েন মৎস্যজীবীরা। তবে বনলতাদেবী ও তাঁর সঙ্গীদের কাছে বৈধ সরকারি অনুমতি পত্র ছিল বলেই জানানো হয়েছে বনদপ্তরের তরফে। এদিনের ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা। কতদিনে হদিশ মিলবে বনলতাদেবীর সেই অপেক্ষায় পরিবার।
[আরও পড়ুন: জার্মানিতে ‘মহিষাসুরমর্দিনী’ পালা মঞ্চস্থ করতে পাড়ি দিলেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.