Advertisement
Advertisement

অ্যাকাউণ্টে ৯৩ লক্ষ টাকা, মূর্ছা গেলেন গৃহবধূ!

এল কোথা থেকে?

Woman faints after seeing rupees 93 lakh in her SBI account
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 12:40 pm
  • Updated:October 4, 2016 12:40 pm

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও নয়ন মান্না: অপর্ণা পাল৷ বাড়ি কোলাঘাটে৷ আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর মতোই চলছিল তাঁর জীবন৷ স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউণ্টে তাঁর জমানো ছিল চার হাজার দু’শো টাকা৷ কিন্তু রাতারাতি সব পাল্টে গেল৷ যখন জানতে পারলেন হঠাৎ তাঁর অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৯৩ লক্ষ ২৬ হাজার ২০০ টাকা৷

নিজের অ্যাকাউন্টে এত টাকা দেখে টাল সামলাতে পারেননি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ৷ আতঙ্ক এতটাই চেপে বসেছিল, সামলাতে না পেরে মূর্ছা যান অপর্ণাদেবী৷ জ্ঞান ফিরতেও টেনশনে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ শেষমেশ অসুস্থতা কাটাতে ডাকতে হয় চিকিৎসককে৷

Advertisement

অন্যদিকে, ঘটনা ধামাচাপা দিতে সোমবার তড়িঘড়ি অপর্ণাদেবীকে কোলাঘাটের শ্বশুরবাড়ি থেকে কলকাতার সদর দফতরে নিয়ে আসেন স্টেট ব্যাঙ্কের কর্তারা৷ তাঁর কাছে ক্ষমা চেয়ে তাঁরা জানান, ভুল বশত ব্যাঙ্ক থেকেই এত বড় অঙ্কের টাকা অপর্ণাদেবীর সেভিংস অ্যাকাউণ্টে চলে গিয়েছে৷ এরপর  ব্যাঙ্কের কর্তারাই সেই ভুল শুধরে নিয়ে অপর্ণাদেবীর অ্যাকাউণ্টের বাড়তি টাকা তুলে নেন৷

কিন্তু এত বড় অঙ্কের টাকা কীভাবে স্টেট ব্যাঙ্ক থেকে অপর্ণাদেবীর অ্যাকাউণ্টে গেল? এতে কী কর্মীদের গাফিলতি থাকতে পারে? কারণ জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement