Advertisement
Advertisement
Tarpan

তর্পণ করতে গিয়ে অঘটন, গঙ্গায় তলিয়ে বেলুড়ে মৃত্যু মহিলার, নিখোঁজ বেশ কয়েকজন

প্রত্যেকের খোঁজে চলছে জোর তল্লাশি।

Woman drowns in river Ganga during performing Tarpan । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 14, 2023 1:35 pm
  • Updated:October 14, 2023 1:46 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: মহালয়ায় তর্পণ করতে গিয়ে অঘটন। গঙ্গায় তলিয়ে বেলুড়ে প্রাণ গেল মহিলার। হুগলির বিবি স্ট্রিটে নিখোঁজ অন্তত ৫। উত্তর ২৪ পরগনার পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে নিখোঁজ বৃদ্ধ। প্রত্যেকের খোঁজে চলছে জোর তল্লাশি।

বেলুড় নেতাজি নগরের বাসিন্দা বছর তিপ্পান্নর সত্যবালা ঘোষ পালঘাটে স্নান করতে নামেন। শনিবার ভোর চারটে নাগাদ গঙ্গায় যান তিনি। জোয়ার থাকায় ডুবে যান। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এই ঘটনার পর আরও সতর্ক প্রশাসন। বেলুড় মঠের ঘাটে চলছে জোর নজরদারি। হাওড়া সিটি পুলিশের নজরদারির পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক, বেবি প্রামাণিকরা নৌকা নিয়ে সমস্ত ঘাটে নজরদারি চালাচ্ছেন। বেলুড় থানা পুলিশের সঙ্গে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে বালি ব্রিজ সংলগ্ন সমস্ত ঘাটে চলছে পুলিশি নজরদারি।

Advertisement

[আরও পড়ুন: বিছানার নিচে লুকিয়ে নগদের পাহাড়! আয়কর হানায় উদ্ধার অন্তত ৪২ কোটি]

এদিকে, উত্তরপাড়ার বি বি স্ট্রিটে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন অন্তত ৭ জন। তাঁদের মধ্যে তিনজনকে চিহ্নিত করা গিয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী ও উচ্চপদস্থ কর্তারা। গঙ্গায় নামানো হয়েছে নৌকা ও ডুবুরি। বিপর্যয় মোকাবিলা দলও খোঁজ চালাচ্ছে। তবে এখনও কাউকে উদ্ধার করা যায়নি।

পানিহাটির গিরিবালা গঙ্গাঘাটেও স্নান করতে নেমে তলিয়ে যান এক বৃদ্ধ। প্রতিদিনের মতো শনিবার বৃদ্ধ শেখর মণ্ডল গঙ্গায় স্নান করতে যান। সেই সময় গঙ্গার পাড়ে বসেছিলেন তাঁর মহুয়া মণ্ডল। গঙ্গায় ডুব দিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময় গঙ্গায় তলিয়ে যান বৃদ্ধ। স্থানীয় বেশ কয়েকজন যুবক গঙ্গায় নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় খড়দহ থানায়। গিরিবালা ঘাটে বৃদ্ধের খোঁজে নামানো হয়েছে ডুবুরি।

[আরও পড়ুন: জাল পাসপোর্ট! মহালয়ায় রাজ্যের জায়গায়-জায়গায় অভিযান সিবিআইয়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement