ছবি প্রতীকী
বাবুল হক, মালদহ: জমি নিয়ে শরিকি বিবাদ৷ আর এই বিবাদকে কেন্দ্র করেই বাধল বিপত্তি৷ শরিকি বিবাদের বিবাদ ও সঙ্গে চূড়ান্ত বচসা জেরে এক মহিলাকে ‘বিবস্ত্র’ করে মারধরের অভিযোগ উঠল৷ এই ঘটনায় জখম এক স্কুলছাত্রী-সহ মোট তিনজন৷ মালদহের রতুয়া থানার চাঁদমুনি অঞ্চলের লক্ষ্মীপুর গ্রামের ঘটনা৷
আহতদের সামসি গ্রামীণ হাসপাতাল ও মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে৷ অভিযুক্ত আট জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্তরা ঘটনার পর থেকে সকলেই পলাতক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আব্দুল হাকিম তাঁর পাঁচ ছেলেকে ৮ কাঠা করে জমি ভাগ করে দেন৷ শেতাবুদ্দিন শেখ নামে এক ছেলেকে জমির একেবারে পিছনের ভাগ দেওয়ার জন্য এক কাঠা জমি বেশি দেওয়া হয়৷ শেতাবুদ্দিন শেখ, সামিরুদ্দিন শেখ ও ফরিজুদ্দিন শেখ সম্পর্কে ভাই৷ জমির ভাগাভাগি সংক্রান্ত বিবাদ নিয়ে গত কয়েক বছর ধরে শেতাবের সঙ্গে অন্য ভাইদের বিবাদ চলছে৷
অভিযোগ, বুধবার সন্ধ্যায় এই নিয়ে শেতাবের পরিবারের সঙ্গে অন্য ভাইদের বিবাদ চরমে ওঠে। সামিরুদ্দিন শেখ, ফরিজুদ্দিন শেখ-সহ মোট আটজন শেতাবের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ এই হামলার জেরেই এক স্কুল পড়ুয়া-সহ মোট তিনজন জখম হন। অভিযুক্তদের বিরুদ্ধে শেতাবের পরিবারের এক মহিলাকে ‘বিবস্ত্র’ করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর তড়িঘড়ি আহতদের সামসি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.