ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: একই দিনে জোড়া অগ্নিকাণ্ড মালদহে (Malda)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম বীণাপানি মণ্ডল। নিখোঁজ এক শিশুও। আগুনের লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই প্রায় ৪০টি বাড়ি। বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার মহানন্দাটোলা এলাকার জঞ্জালিটোলায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। কয়েক ঘণ্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঞ্জালিটোলা এলাকায় আমবাগানের পাশের বসতির একটি ঘর থেকে হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। আগুন লাগতে দেখে বেরিয়ে আসেন বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় স্থানীয় থানা (police station) ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা (Disaster Management) দপ্তরের কর্মীরা। ততক্ষণে পুড়ে মৃত্যু হয়েছে বীণাপানি দেবীর। খোঁজ মেলেনি শিশুটিরও।
অন্যদিকে, বুধবার মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের একটি বাড়িতে আগুন লাগে। রান্না করার সময় উনুন থেকে আগুন লাগে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হবিবপুর থানার পুলিশ ও দমকল। কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগতে দেখে বাড়ির সদস্যরা বেরিয়ে আসতে পারলেও বার করে আনা যায়নি কয়েকটি ছাগল ও ভেড়াকে। আগুনের বলি হয় গবাদিপশুগুলো। এছাড়াও বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.