প্রতীকী ছবি
অরিজিৎ গুপ্ত ও মণিরুল ইসলাম, হাওড়া ও উলুবেড়িয়া : হাওড়া ও উলুবেড়িয়ায় দুই পথ দুর্ঘটনা। হাওড়ায় মৃত্যু হল এক মহিলার। উলুবেড়িয়ায় আহত হলেন ২৫ জন। দুটি ঘটনার পরই পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে থাকা একটি মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাটরা থানা এলাকার কদমতলা সরকারি আবাসনের সামনে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অর্চনা দত্ত। বাড়ি হাওড়ারই ১৬ নম্বর জাতীয় সড়কের সলপের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দুর্ঘটনায় মোটরবাইক চালক অরুনাভ দত্ত ও তাঁর পিছনে বসা এক যুবক জখম হন। বাসিন্দাদের অভিযোগ, মোটরবাইক চালক ও তাঁর সঙ্গী মত্ত অবস্থায় ছিলেন। আত্মীয়ের বাড়ির দরজার সামনে ওই মহিলা দাঁড়িয়েছিলেন। তখন তীব্র গতিতে তাঁকে ধাক্কা মেরে অভিজিৎ নিজেও মোটরবাইক সমেত রাস্তার পাশে নর্দমায় ঢুকে যান। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে। পুলিশ তাঁকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
অন্যদিকে, যাত্রীবাহী বাসের পিছনে অপর একটি বাসের ধাক্কায় আহত হলেন প্রায় ২৫ জন যাত্রী। দুঘটনাটি ঘটেছে, সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কের কুলগাছিয়ার শ্রীরামপুরে। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৮টা নাগাদ নন্দীগ্রাম থেকে বারাসত অভিমুখে যাওয়া একটি বাস আচমকা যাত্রী তোলার জন্য শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে। পিছনেই ছিল দিঘা থেকে হাওড়া অভিমুখে যাওয়া একটি বাস। সামনের বাস আচমকা দাঁড়িয়ে পড়ায় দিঘা-হাওড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা মারে। দুটি বাসে সব মিলিয়ে প্রায় দেড়শো যাত্রী ছিলেন। দুটি বাসের চালকই পলাতক। পুলিশ বাস দুটিকে আটক করেছে। দুর্ঘটনায় জাতীয় সড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.