Advertisement
Advertisement
Mandarmani

পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য

ধর্ষণ করে খুন? খতিয়ে দেখছে পুলিশ।

Woman body with no clothes found from beach of Mandarmani । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 11, 2023 11:42 am
  • Updated:September 11, 2023 1:51 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পাথরের উপর পড়ে তরুণীর দেহ। পরনে শুধুমাত্র অন্তর্বাস। সাতসকালে মন্দারমণির চাঁদপুরে ছড়াল চাঞ্চল্য।  কেউ ধর্ষণ করে খুনের পর দেহ ফেলে রেখে যেতে পারে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

সোমবার সকালে সমুদ্রসৈকতে ঘোরাফেরা করছিলেন পর্যটকরা। সেই সময় আচমকাই তাঁরা দেখেন মন্দারমণির চাঁদপুরের কাছে পাথরের উপর কিছু একটা পড়ে রয়েছে। এগিয়ে গেলে পর্যটকরা এক তরুণীর দেহ দেখতে পান। তিনি অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর শরীরে অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই।

Advertisement

[আরও পড়ুন: ব্যাটারি চালিত যান তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কয়েকশো ই-রিক্সা, স্কুটি]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। ওই তরুণীকে ধর্ষণের পর কেউ খুন করে থাকতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। সাতসকালে সমুদ্রসৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত প্রায় সকলেই।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, ছেলেধরা আতঙ্কে কাঁটা জলপাইগুড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement