Advertisement
Advertisement

৮ বছরের ছেলের সামনে স্ত্রীকে খুনের অভিযোগ, বেলদায় আটক স্বামী

পারিবারিক অশান্তি না কি বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ।

Woman body recovered from Belda, Husband detained | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:January 5, 2023 12:42 pm
  • Updated:January 5, 2023 12:42 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: আট বছরের সন্তানের সামনে স্ত্রীকে নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার হেমচন্দ্র অঞ্চলের গহিরা গ্রামে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। পারিবারিক অশান্তি না কি বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম মঞ্জু বারিক। বয়স ৩০ বছর। এদিন সকালে নিজের ঘর থেকেই তাঁর গলার নলি কাটা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বামী কালীপদ বারিককে আটক করা হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা বলে মনে করছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তবে কোন অবৈধ সম্পর্ক রয়েছে কি না সেই দিকও পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement

[আরও পড়ুন: শার্লি এবদোয় ইরানের রাষ্ট্রনায়ক খোমেইনির ব্যঙ্গচিত্র, ‘ফল ভাল হবে না’, ফরাসি পত্রিকাকে হুমকি]

যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। হঠাৎই আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জানতে পারেন,কালীপদ তার স্ত্রীকে গলার নলি কেটে খুন করেছে। গোটা ঘটনাটি ঘটেছে দম্পতির ৮ বছরের ছেলের সামনেই।

তারপরে খবর পেয়ে বেলদা থানার পুলিশ ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। এদিকে এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ বিজেপির অন্দরে, নালিশ নাড্ডার কাছে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement