Advertisement
Advertisement

Breaking News

Digha

রক্তমাখা হানিমুন! দিঘার হোটেল থেকে ‘ঝাঁপ’ নববধূর

মধুচন্দ্রিমায় এসে প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা। অশান্তির মাঝে দিঘার হোটেল থেকে ঝাঁপ নববধূর। আশঙ্কাজনক অবস্থা তাঁর। কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তরুণীর স্বামীকে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Woman attempt to kills herself while on honeymoon in Digha

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:March 7, 2024 10:56 am
  • Updated:March 7, 2024 1:11 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: মধুচন্দ্রিমায় এসে প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা। অশান্তির মাঝে দিঘার হোটেল থেকে ঝাঁপ নববধূর। আশঙ্কাজনক অবস্থা তাঁর। কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তরুণীর স্বামীকে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রাধা কুমারী এবং বিনোদ মিশ্রার বিয়ে হয় মাসখানেক আগে। দিঘায় হানিমুনে যান নবদম্পতি। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত নটা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। বিয়ের আগে অপর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নববধূর। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। অশান্তির মাঝে রাধা রাগের চোটে তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর স্বামী। তবে শেষমেশ হাত ফসকে রাধা তিনতলা থেকে নিচে পড়ে যান।

Advertisement

[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]

আশঙ্কাজনক অবস্থায় দিঘা থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। দিঘা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তেজিত জনতা ওই যুবককে গণধোলাই দেয়। দিঘা থানার পুলিশ নববধূর স্বামীকে আটক করেছে। রাধা কুমারী প্রাক্তন প্রেমিককে নিয়ে অশান্তি নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: আড়াই দশক ধরে কলকাতা কাঁপাচ্ছে ‘৪০৭ গ্যাং’! অবশেষে জালে দুই মাথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement