ছবি: প্রতীকী
সৌরভ মাজি, বর্ধমান: পরকীয়া সম্পর্ক ছিন্ন করেছিলেন মহিলা। সেই আক্রোশে গলায় কোপ মেরে তাঁকে খুনের চেষ্টা করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার গোপীনাথপুরে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। অভিযুক্ত জাফর আলি ওরফে ফকির পলাতক বলে জানা গিয়েছে।
[জঙ্গলমহলে শাসকদলের দুই নেতাকে গুলি, অভিযোগের তির বিজেপির দিকে]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জাফর ওই গৃহবধূর স্বামীর বন্ধু। সেই সূত্রে মহিলার শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করত সে। স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ। মাস ছয়েক আগে সেই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। শ্বশুরবাড়িতে অশান্তিও হয়। ওই মহিলাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সপ্তাহ তিনেক আগে শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি়। ওই মহিলার দাবি, শ্বশুরবাড়ি ফেরার পর থেকে জাফরের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাননি তিনি। আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে। মাঝে মাঝে ওই মহিলাকে শাসাত সে। নানাভাবে হুমকিও দিত বলে অভিযোগ।
আক্রান্ত মহিলার বক্তব্য, শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি লাগোয়া একটি পুকুর ঘাটে গিয়েছিলেন। তখনই গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় জাফর। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে পালিয়ে গিয়েছে জাফর। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে প্রথমে নিয়ে যাওয়া হয় রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে অভিযুক্ত জাফর আলি ওরফে ফকিরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। জাফর পলাতক। তার সন্ধানে তল্লাশিতে নেমেছে পুলিশ।
[ শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি দোকান]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.