ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: পৌষমেলার দোকান তোলার নামে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই উপাচার্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। যদিও এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে স্বামীর সঙ্গে পৌষমেলায় গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, মেলা থেকে বেরনোর সময় তাঁর হাত ধরে টানাটানি করে কয়েকজন। ওই মহিলা ও তাঁর স্বামী তার প্রতিবাদ করলে অশালীন আচরণ করে অভিযুক্তরা। শাড়ি এবং ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বধূর। এমনকী গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছে এমন অভিযোগও করেন তিনি। তাঁর অভিযোগ, অভিযুক্তদের মধ্যেই ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ সঞ্জয় ঘোষ, অনির্বাণ সরকার, গৌতম সাহা, সুব্রত মণ্ডল। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি। প্রসঙ্গত, পৌষমেলার মাঠ থেকে দোকান তোলা নিয়ে রবিবার ধুন্ধুমার পরিস্থিতি হয় শান্তিনিকেতন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এদিন দুপুর দেড়টা নাগাদ কর্মী এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে মেলার মাঠে যান। দোকান ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বোলপুর ব্যবসায়ী সমিতির আরও অভিযোগ, ভেঙে ফেলা দোকানগুলি থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই ওই মহিলাকে হেনস্তা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.