Advertisement
Advertisement

Breaking News

Woman arrested for allegedly sell her baby in Narendrapur

পরকীয়ায় জড়িয়ে অন্তঃসত্ত্বা, ২ লক্ষ টাকায় সদ্যোজাতকে ‘বিক্রি’, গ্রেপ্তার মা-সহ ৪

স্বামীর মৃত্যুর পর পরকীয়ায় জড়িয়ে পড়ে একরত্তির মা।

Woman arrested for allegedly sell her baby in Narendrapur । Sa

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 27, 2023 12:21 pm
  • Updated:July 27, 2023 12:23 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ২ লক্ষ টাকার বিনিময়ে সদ্যোজাত সন্তানকে বিক্রি করার অভিযোগ। কাঠগড়ায় একরত্তির মা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে সন্তান বিক্রি করে সে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়ার বাসিন্দা শুক্লা দাস। বছর পাঁচেক আগে তার স্বামীর মৃত্যু হয়। সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। স্থানীয়দের দাবি, সন্তানসম্ভবা হয়ে পড়ে সে। তা জানতে পারেন প্রতিবেশী শান্তি মণ্ডল ও তাঁর স্বামী তাপস মণ্ডল। শান্তিদেবী আয়ার কাজ করেন। সেই সূত্রে অনেকের সঙ্গেই তাঁর পরিচয়। তিনিই শুক্লাদেবীর সঙ্গে পঞ্চাসায়র থানা এলাকার বাসিন্দা ঝুমা মাঝির পরিচয় করিয়ে দেন।

Advertisement

[আরও পড়ুন: জমি বিতর্কে অমর্ত্যর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! সাসপেন্ড বিশ্বভারতীর পড়ুয়া]

ঝুমা নিঃসন্তান। জমি বিক্রি করে ২ লক্ষ টাকার বিনিময়ে শুক্লার ১১ দিনের সন্তানকে কেনেন তিনি। তা জানতে পেরে শুক্লা দাসের প্রতিবেশী উত্তম নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা সদ্যোজাতর মা শুক্লা দাস, মধ্যস্থতাকারী শান্তি ও তার স্বামী তাপস এবং নিঃসন্তান ঝুমাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত শান্তি ও তার স্বামী শিশু বিক্রি চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[আরও পড়ুন: ডেঙ্গু নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত! ন্যাশনাল লাইব্রেরির বিরুদ্ধে মামলা কলকাতা পুরসভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement