Advertisement
Advertisement

Breaking News

মডেলিং-এর টোপ দিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

অভিযুক্তকে গ্রেপ্তার করল বারাসত মহিলা থানা৷

Woman allegedly raped on the pretext of modeling in Barasat

ছবিটি প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:October 11, 2018 3:50 pm
  • Updated:October 11, 2018 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেলিং-এ সুযোগ করিয়ে দেওয়ার নাম করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ ধৃতের নাম সুরজ কুমার মণ্ডল৷ ধৃতকে গ্রেপ্তার করেছে বারাসত মহিলা থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ, অভিনয় ও মডেলিং-এ সুযোগ করিয়ে দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করা হয়েছে৷ বারাসত স্টেডিয়ামের পিছনে নির্জন স্থানে নিয়ে গিয়ে, মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে তাঁকে৷

[একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, নিজের বাড়িতে খুন বিধবা]

Advertisement

জানা গিয়েছে, ধৃত সুরজ কুমার মণ্ডল যাদবপুরের জুবিলিপার্কে বাসিন্দা। ওই মহিলা থাকেন নিউ আলিপুরে৷ কয়েক মাস আগেই ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়৷ এরপর বাড়তে থাকে ঘনিষ্ঠতা৷ একদিন ওই মহিলাকে অভিনয়ের টোপ দেন ধৃত৷ বলেন, খুব সহজে মডেলিং ও অভিনয়ের জগতে মহিলাকে প্রতিষ্ঠিত করবেন তিনি। সময়ও লাগবে খুব কম৷ স্টার হয়ে যাবেন ওই মহিলা৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই মহিলা জানিয়েছেন, এরপর চলতি মাসের সাত তারিখ তাঁকে বারাসতে অডিশনের জন্য ডেকে পাঠান সুরজ কুমার মণ্ডল৷ তাঁকে নিয়ে যান বারাসত স্টেডিয়ামের পিছনে৷ সেখানকার নির্জন স্থানে মাদক কাইয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত৷

[ইছাপুরে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে খুন যুবক]

এরপর বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা৷ ধৃতের খোঁজে তল্লাশি শুরু করে বারাসত পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রূপ৷ অনেক খোঁজার পর পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত৷ সূত্রের খবর, বৃহস্পতিবার অভিযুক্তকে তোলা হতে পারে আদালতে৷ তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement