Advertisement
Advertisement

Breaking News

Narendrapur

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে তরুণীকে ধর্ষণের চেষ্টা BJP নেতার! বাঁচাতে গিয়ে জখম মা

স্কুলজীবন থেকে ওই তরুণীকে বিজেপি নেতা উত্যক্ত করে বলেই অভিযোগ।

Woman allegedly physically harassed by BJP leader in Narendrapur । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:December 7, 2023 10:35 am
  • Updated:December 7, 2023 11:05 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বছরের পর বছর ধরে লাগাতার প্রেমের প্রস্তাব। তাতে সায় দেননি তরুণী। আর তার জেরে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘটনায় কাঠগড়ায় স্থানীয় এক বিজেপি নেতা। তার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিতার অভিযোগ, বাপ্পা গুছাইত নামে ওই বিজেপি নেতা তাঁকে স্কুলজীবন থেকেই বিরক্ত করে৷ ইদানীং কাজে যাওয়া আসার পথে ফোন নম্বর চাইত সে। দিত কুপ্রস্তাব। তবে সেই প্রস্তাবে কোনওদিনই সাড়া দেননি তিনি। প্রত্যাখ্যানের পর নির্যাতিতাকে প্রাণনাশের হুমকিও দিত বলেই অভিযোগ। বুধবার কাজ থেকে বাড়ি ফিরছিলেন তরুণী। অভিযোগ, বাপ্পা তাঁর পিছু নেয়। জোর করে বাড়িতেও ঢুকে পড়ে সে৷ তার পর তাঁর পোশাক ধরেও টানাটানি করে অভিযুক্ত৷

Advertisement

[আরও পড়ুন: চলন্ত গাড়িতে বেহুঁশ করে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পালটা অপহরণের অভিযোগ যুবকের]

মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন তরুণীর মা। অভিযোগ, তাঁকেও বেধড়ক মারধর করা হয়৷ মা ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। বিপদ বুঝে বাপ্পা গুছাইত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বাপ্পা এলাকার অধিকাংশ তরুণীকে প্রায়ই বিরক্ত করত৷ কাউকে পছন্দ হলেই মোবাইল নম্বর চেয়ে উত্যক্ত করত। তার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাকে গ্রেপ্তার করা যায়নি।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘মাছ কম কেন?’, অন্নপ্রাশনের দিনই মাকে ‘মার’, সন্তানকোলে আত্মহত্যার চেষ্টা বধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement