Advertisement
Advertisement

Breaking News

Kandi Woman Murder

যৌতুকের কুড়ি হাজার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়িকে খুন করল জামাই

স্বামীর হাত থেকে মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত মেয়ে।

Woman Allegedly murdered by son in law for not giving Rs 20,000 as dowry | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:March 11, 2022 7:25 pm
  • Updated:March 11, 2022 8:11 pm  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: বিয়ের পণ বাবদ কুড়ি হাজার টাকা দিতে পারেননি। তার জেরেই শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়িকে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞাঁ থানার সুন্দরপুর গ্রামে। মাকে বাঁচাতে গিয়ে স্বামীর ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন গৃহবধূ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ডালিয়া মোল্লা (৪২)। বাড়ি সুন্দরপুর গ্রামে। ঘটনায় আহত মহিলার নাম শাহিনা বিবি। অভিযুক্ত জামাই জয় শেখকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। দুই বছর আগে ডালিয়া মেয়ে শাহিনার সঙ্গে বিয়ে হয় জয় শেখের। অভিযোগ বিয়ের পর থেকেই শাহিনাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত জয় শেখ। এর জন্য শাহিনের উপর মানসিক ও শারীরিক নির্যাতনও চালানো হতো।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানে আছড়ে পড়ল ভারতের মিসাইল, কী বলছে প্রতিরক্ষামন্ত্রক? ]

সময়ের সঙ্গে সঙ্গে নাকি জয় শেখের অত্যাচারের মাত্রাও বেড়ে গিয়েছিল। অভিযোগ, ক্রমাগত টাকার চাইত সে। দাবির পরিমাণ দিনের পর দিন বেড়েই চলছিল। সম্প্রতি কুড়ি হাজার টাকা চায়। তা দিতে পারায় শুক্রবার বিকেলে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়িকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। মাকে বাঁচাতে ছুটে যান শাহিন। স্বামীর অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি। 

চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও আসেন। জয় শেখকে ধরে ফেলেন তাঁরা। ডালিয়া মোল্লা ও শাহিনা বিবিকে উদ্ধার করে কান্দি মহকুমা  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডালিয়া মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শাহিনা বিবি। কান্দি মহকুমা হাসপাতালেই ডালিয়া মোল্লার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের অভিযোগে জয় শেখকে গ্রেপ্তার করেছে বড়ঞাঁ থানার পুলিশ। ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

[আরও পড়ুন: পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে বসেই মাধ্যমিক দিল ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement