Advertisement
Advertisement

Breaking News

Murder

বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার শাস্তি! স্ত্রীর নলি কাটল স্বামী

দক্ষিণ ২৪ পরগনার সাগরে চাঞ্চল্য।

Woman allegedly murdered by husband in Sagar | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 25, 2024 11:42 am
  • Updated:February 25, 2024 1:53 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ গঙ্গাসাগরে বাপের বাড়িতে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার। ঘটনাস্থলে গঙ্গাসাগর থানার পুলিশ। 

ওই মহিলার নাম অনিমা মণ্ডল নাইয়া। বাপের বাড়ির লোকের অভিযোগ, আজ সকাল আটটা নাগাদ অনিমাদেবীর স্বামীর শুকদেব নাইয়া ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝে পড়ে থাকতে দেখে যখন বাপের বাড়ির লোকজন ছুটে আসেন তখন সব শেষ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাখিরালা গ্রামে। কান্নায় ভেঙে পড়ে বাপের বাড়ির লোকজন।

Advertisement

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

প্রায় বছর আট আগে রায়দিঘিতে অনিমাদেবীর বিয়ে হয়েছিল। অভিযোগ, বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের জড়িয়ে পড়েন। তার পর থেকে অনিমাদেবীর উপর অত্যাচার চালাতেন তাঁর স্বামী। তবে সম্প্রতি স্বামীকে নিয়েই বাপেরবাড়িতে বেশ কিছুদিন ধরে থাকতে শুরু করেন অনিমা। আজ সকাল সাড়ে আটটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে অনিমাদেবীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে আসেন সাগর থানা পুলিশ। পুলিশ মৃতদেহ নিয়ে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করছেন। পলাতক ওই মহিলার স্বামী শুকদেব নাইয়া।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement