Advertisement
Advertisement

Breaking News

গৃহবধূ

জিনস, টি-শার্ট পরা নিয়ে আপত্তি, ফতোয়া অগ্রাহ্য করে শ্বশুরবাড়িতে ‘খুন’ নববধূ

হালফ্যাশনের পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্কের জেরে নববধূকে মারধর করা হয় বলেও অভিযোগ৷

Woman allegedly killed for wearing jeans by in-laws at Naihati
Published by: Sayani Sen
  • Posted:June 29, 2019 11:41 am
  • Updated:June 29, 2019 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই বিয়ের জল গায়ে পড়েছে৷ কিন্তু তরুণী হালফ্যাশনের পোশাক ছাড়তে পারেননি৷ অভিযোগ, তার জেরে শ্বশুরবাড়ি থেকে গঞ্জনা সহ্য করতে হত নববধূকে৷ শুধু তাই নয়, তাঁকে নাকি মারধরও করা হত৷ শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর দেহ৷ মৃতার বাপেরবাড়ির দাবি, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে৷ যদিও শ্বশুরবাড়ির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ একবিংশ শতাব্দীতে নৈহাটির ঘোষপাড়া রোডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

[ আরও পড়ুন: সাতসকালে ব্যান্ডেল স্টেশনে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতা]

মৃতার বাপের বাড়ির লোকজনের দাবি, বৃহস্পতিবার সকালে টি-শার্ট, জিনস পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই গৃহবধূ৷ বেশ খানিকক্ষণ ওই পোশাকে বাড়ির বাইরে স্কুটিও চালান তিনি৷ বেশ খোশমেজাজে বাড়ি ফেরেন নববধূ৷ কিন্তু বাড়িতে ঢুকেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়৷ অভিযোগ, আপত্তিকর ভাষায় রীতিমতো আক্রমণ করা হয় তাঁকে৷ হালফ্যাশনের পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্কের জেরে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ৷ তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ শ্বশুরবাড়িতে পোশাক নিয়ে আপত্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন নববধূ৷ শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ৷ মৃতার বাপেরবাড়ির দাবি, পোশাক নিয়ে বাকবিতণ্ডার জেরে খুন করা হয়েছে নববধূকে৷ নৈহাটি থানায় তরুণীর বাপের বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয়। দেহ রাস্তায় রেখে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন তাঁরা।

Advertisement

[ আরও পড়ুন: গৌড় এক্সপ্রেসের এসি কামরায় লুট, বাধা দিতে গিয়ে আক্রান্ত একাধিক যাত্রী]

পোশাক নিয়ে যে বাধানিষেধ ছিল, তা স্বীকার করে নিয়েছেন নববধূর শ্বশুরবাড়ির লোকজন৷ তবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা৷ এই ঘটনায় মহিলার শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তাঁদের বউমা আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মঘাতী হলেন নববধূ, সে কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি তাঁরা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতার শ্বশুর, কাকাশ্বশুর ও জা-কে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement