Advertisement
Advertisement

Breaking News

Doon Express

চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর ‘শ্লীলতাহানি’, প্রশ্নের মুখে নিরাপত্তা

এই ঘটনায় রেলপুলিশের জালে ৪ যুবক।

Woman allegedly harassed in Doon Express । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:December 10, 2023 12:16 pm
  • Updated:December 10, 2023 12:17 pm  

সুমন করাতি, হুগলি: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। আপ দুন এক্সপ্রেসের চেন ট্রেনে রক্ষা পেলেন ওই মহিলা। এই ঘটনায় রেলপুলিশের জালে চার যুবক। তবে প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

Advertisement

ওই মহিলা হাওড়া থেকে আপ দুন এক্সপ্রেসে ওঠেন। গন্তব্য অযোধ্যা। অভিযোগ, বেশ কয়েকজন যুবক দূরপাল্লার ট্রেনের এস ৯ কামরায় উঠে পড়ে। ট্রেন শ্রীরামপুরে গাড়ি ঢোকার আগে ওই যুবকরা তাঁর শ্লীলতাহানি করে বলেই অভিযোগ। বাধ্য হয়ে তড়িঘড়ি ট্রেনের চেন টানেন তিনি। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ট্রেন দাঁড়িয়ে যায়। রেলপুলিশ কামরায় পৌঁছয়।

[আরও পড়ুন: পদমর্যাদা শিক্ষকের, বেতন অশিক্ষক কর্মীর থেকেও কম! ভোকেশনাল শিক্ষকদের ‘বঞ্চনা’য় ক্ষুব্ধ হাই কোর্ট]

এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে রেলপুলিশ। ধৃতরা ইছাপুরের বাসিন্দা। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ওই যুবকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারিণী।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: চাকায় আর কাঁটা নয়, বেআইনি পার্কিং ঠেকাতে পুরসভার হাতিয়ার নতুন অ্যাপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub