Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

টাকার ব্যাগ-মোবাইল নিয়ে পালানোর চেষ্টা! ধাওয়া করতেই মহিলাকে গণধর্ষণ

এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি দুজন পলাতক।

Woman allegedly gangraped in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 27, 2024 6:12 pm
  • Updated:April 28, 2024 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ সেরে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার এক মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ সামশেরগঞ্জ থানার মালঞ্চ কৃষ্ণনগরে। নির্যাতিতা বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে আটক করে জেরা শুরু করেছে। বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সামশেরগঞ্জ থানার গাজিনগর-মালঞ্চ পঞ্চায়েতের মালঞ্চ গ্রামের বছর তিরিশের এক মহিলা রঘুনাথগঞ্জে ব্যাঙ্ককর্মীর বাড়িতে পরিচারিকার কাজ করেন। রোজ সকালে কাজে যান। সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরেন। শুক্রবার সন্ধ্যায় তিনি রঘুনাথগঞ্জ থেকে বাস ধরে আঁকুড়া বাসস্ট্যান্ডে নেমে হেঁটে মালঞ্চ ঘাটে আসেন। গতকাল ঘাটের টিউবওয়েল থেকে জল পান করার সময় তিন যুবক তাঁর হাত থেকে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]

হাসপাতালে ভর্তি নির্যাতিতা জানান, “আমার মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে তিনজন পালানোর চেষ্টা করলে আমি তাদের পিছু ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর আচমকা এক যুবক পিছন থেকে আমার চুলের মুঠি ধরে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়। এর পর আরও দুজন আমার উপর নির্যাতন চালায়। এ বিষয়ে সামশেরগঞ্জ থানায় ছিনতাই ও গণধর্ষণের লিখিত অভিযোগ জানিয়েছি। অভিযুক্ত তিন যুবককে আমি চিনি। কিন্তু তাদের নাম জানি না। দেখলে আমি তাদের চিনতে পারবে।” সামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানান হয়েছে, এ ধরনের একটি অভিযোগ মিলেছে। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement