Advertisement
Advertisement

Breaking News

Siuri Hospital

ফের সরকারি হাসপাতালে মহিলার মৃত্যু, ভুল ওষুধ-চিকিৎসার অভিযোগ পরিবারের

হাসপাতালের দাবি, রোগীর হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাতেই মৃত্যু।

Woman allegedly died in Siuri Hospital, family complains wrong treatment

সরকারি হাসপাতালে মহিলার মৃত্যু। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 12, 2025 1:40 pm
  • Updated:January 12, 2025 1:41 pm  

নন্দন দত্ত, সিউড়ি: মেদিনীপুর মেডিক্যালের পর এবার সিউড়ি সদর হাসপাতাল। ফের হাসপাতালে মহিলার রহস্যমৃত্যু! বন্ধ্যাত্বকরণ করাতে এসে প্রাণ গেল ২৫ বছর বয়সি বধূর। পরিবারের অভিযোগ, রোগীকে হাসপাতাল থেকে ছাড়ার আগে ট্যাবলেট দেওয়া হয়েছিল। তারপরই আচমকা মৃত্যু হয় তাঁর। চিকিৎসায় গাফিলতি ও ওষুধের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। যদিও হাসপাতালের দাবি, রোগীর হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাতেই মৃত্যু।

Advertisement

২৫ বছর বয়সি মামণি দোলুই সিউড়ির রণপুরের বাসিন্দা। বছর কয়েক আগে তাঁর চন্দ্রপুর থানার অন্তর্গত দুর্লভপুর গ্রামে বিয়ে হয়। এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বন্ধ্যাত্বকরণের জন্য গত পরশু তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সফল অস্ত্রোপচারও হয়ে গিয়েছিল। রবিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার কথা। সেই মতো এদিন সকাল ১০টা নাগাদ মামণির ভাই নয়ন দোলুই হাসপাতালে চলে আসেন। তাঁর কথায়, “ছুটি দেওয়ার আগে দিদিকে একটা ট্যাবলেট দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যে মুখ থেকে রক্ত উঠতে থাকে। ও মারা যায়।”

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাপেরবাড়ির চত্বরের প্রতিবেশী পরিজনরা হাসপাতাল চত্বরে ভিড় জমায়। মামণির অস্ত্রোপচার করেছিলেন হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ সুরজিৎ সামন্ত। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়ার আগেই অবস্থার অবনতি হয় রোগীর। তারপরই তাঁর মৃত্যু হয়। এদিকে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ওই চিকিৎসক দাবি করেছেন, মামণির হৃদযন্ত্র দুর্বল ছিল। ছাড়ার আগে আচমকাই তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপরই মৃতার বাবা শচীন দোলুই বলছেন, হৃদযন্ত্রের সমস্যা যদি থাকতই তাহলে কেন অপারেশন করা হল?

এ প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি জানান, “আমি শুনেছি, খিঁচুনির জন্য় মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে হবে। কমিটি গঠন করে তদন্ত করা হবে।” এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub