সম্যক খান, মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের তাপ উত্তাপের মধ্যেই হায়নাকে (Wolf)পিটিয়ে মারার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা সিজুয়া এলাকায়। যদিও বনদপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে পথ দুর্ঘটনার জেরে হায়নার মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে। ডিএফও মনীশ যাদবের বক্তব্য, রাস্তা পারাপার করার সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। হায়নাটির ময়নাতদন্ত করা হবে। তারপরই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হায়নার সংখ্যা যথেষ্ট কম। তার মধ্যে একটি প্রাণীকে পিটিয়ে মারা নিন্দনীয় বলেই মত তাঁদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি হায়না ওই এলাকার জঙ্গলে বাসা বেঁধেছে। খাবারের খোঁজে মাঝেমাঝেই তারা লোকালয়েও প্রবেশ করে। শনিবার দুপুরেও একটি হায়না লোকালয়ে চলে এসেছিল। গ্রামবাসীরা বাঁশ, লাঠি, পাথর নিয়ে তাকে তাড়া করে। ভয়ে হায়নাটি একটি বাসযাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নেয়।
কিন্তু সেখানেও একদল গ্রামবাসী তাকে প্রচণ্ড উত্যক্ত করে। সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তারই কিছুক্ষণ পরই হায়নাটির থেঁতলানো দেহ রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, গ্রামবাসীদের একাংশ তাকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলেছে। তারা মাথা পুরোপুরি থেঁতলে দেওয়া হয়েছে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গিয়ে মৃত হায়নার দেহ তুলে নিয়ে আসে। ডিএফও বলেছেন, ”তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর সব কিছু জানা যাবে।”
তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন লোক বাঁশ, লাঠি নিয়ে বারবার হায়নাকে আঘাত করছেন। ভয়ে প্রাণীটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে মারা হচ্ছে। আর এই ঘটনা যথেষ্ট বিতর্ক তৈরি করেছে এলাকায়। প্রশ্ন উঠেছে বনদপ্তরের ভূমিকা নিয়েও। এ ধরনের হায়না সংখ্যায় কম। এরা ভয়ংকর হলেও সাধারণত মানুষকে এড়িয়ে চলে। আর লোকালয়ে এসে একপাল মানুষের তাড়া খেয়ে প্রাণীটি স্বভাবতই ভিত হয়ে পড়ে। পালিয়েও বাঁচতে পারল না, প্রাণ দিতে হল তাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.